আব্দুল্লাহ আল সানি:ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকারের কাছে ৩০টি পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট(পিপিই)হস্তান্তর করা হয়েছে।আজ শনিবার ১১এপ্রিল দুপুর একটার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কক্ষে যৌথভাবে এসব পিপিই হস্তান্তর করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি)আবু তালেব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন। ওই দুজন কর্মকর্তার ব্যক্তিগত তহবিল থেকে এ্ই ৩০টি পিপিই ক্রয় করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে রোগীদেরকে যাতে নিশ্চিন্তে সেবা দেওয়া যায় এই উদ্দেশ্যে এগুলো হস্তান্তর করা হয়।হাসপাতালের চিকিৎসক,নার্স ও হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা কাজের জন্য নিয়োজিতরা এসব পিপিই ব্যবহার করবেন।পিপিই হস্তান্তরকালীন সময়ে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.সাদবীর জামান রকি, ডা.শতাব্দী তালুকদার,ডা.উম্মে হালিমা, ডা.সোহেল রানা, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, সাংবাদিক মোবারক হোসাইন,স্যানিটারী ইন্সপেক্টর পীযুষ তালুকদার, স্বা্স্থ্য পরিদর্শক মো.ইনসান মিয়া,মো.মোস্তফা,অফিস সহকারী আল আমিন প্রমুখ।
মোবারক হোসাইন
১১.০৪.২০২০