শোক সংবাদ:
বাংলাদেশের কিংবদন্তী পাইলট সাইফুল আজম স্যার আজ দুপুর একটায় সিএমএইচে ইন্তেকাল করেছেন ৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৷
তিনি তার জীবনে পাকিস্তান ইরাক সহ বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন ৷ তিনি ১৯৬৫ সালের পাক-ভারত এবং ১৯৬৭ এর আরব-ইসরাইল যুদ্ধে পারফরমেন্সের জন্য বিখ্যাত ৷ এজন্য তিনি যুক্তরাষ্ট্রের সরকার হতে লিভিং ঈগল উপাধি পান ৷
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কতৃক ঘোষিত ২২ জন Living Eagle এর একজন ছিলেন।
ফাইটার পাইলট হিসেবে বিশ্বের বেশ কয়েকটি রেকর্ড এখনও উনার দখলে। যা আজো কেউ বিশ্বে অর্জন করতে পারে নাই!
ইসরাইলের সবচেয়ে বেশি যুদ্ধবিমান (৩টি) উনি ডগফাইটের মাধ্যমে ধ্বংস করেছেন; মোট তিনটি দেশের হয়ে বিমান যুদ্ধে অংশ নিয়ে শত্রু দেশের (ভারত ও ইসরাইল) বিমান ধ্বংস করেছেন এবং তিনটি দেশ থেকেই বীরত্বসূচক খেতাব পেয়েছেন।
বাংলাদেশ ছাড়াও তিনটি দেশের বিমান বাহিনীকে গৌরবমন্ডিত করেছেন শেগুলা হলো পাকিস্তান, জর্ডান এবং ইরাক।
২০০১ সালে যুক্তরাষ্ট্র থেকে যে ২২ জন ‘লিভিং ঈগল’ এর তালিকা প্রকাশ করা হয়েছিল তাদের একজন উনি।
একটাই আফসোস আমাদের কোনো টিভি চ্যানেলের হেডলাইনে ওনার মৃত্যুর খবর নেই । অথচ ভারতের অভিনেতার মৃত্যুর খবর ব্রেকিং নিউজ হিসেবে আছে।
লেখা – সাফ টিটু।