ভোলা সংবাদদাতা: দীর্ঘ অপেক্ষার পরে ভোলার আপামর জনতার নেতা সাবেক বানিজ্যমন্ত্রী বঙ্গবন্দুর স্নেহধন্য ও রাজনৈতিক সহচর ভোলার প্রান পুরুষ জনাব তোফায়েল আহাম্মেদের একান্ত্র প্রচেস্টায় সদর উপজেলার রাজাপুর কে রাক্ষুসি মেঘনার ভাঙ্গনের কবল থেকে বাঁচানোর স্বার্থে প্রথমে ১২২০ ফুট নদীর অববাহিকাকে জি,ও ব্যাগ ডাম্পিং করে ভাঙ্গন রোদের ব্যাবস্থা করেন। প্রথম ধাপে রাজাপুরের জনতা বাজার খাল থেকে পুর্ব দিকে ১২২০ ফুট জি,ও,ব্যাগের কাজ উদ্ভোদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান মিয়া, সাঙগঠনিক সম্পাদক আব্দুস সালাম জমাদার, ও রাজাপুরের সকল ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সম্পাদক সহ স্থানিয় মসজিদের ইমাম সাহেবদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে জন নেতা তোফায়েল আহাম্মেদের নির্দেশ ক্রমে ব্যাগ ডাম্পিং কাজের উদ্ভোদন করেন আঃ মান্নান মিয়া। এসময় তিনি বলেন আমাদের মাননীয় নেতা রাজাপুরের কৃষি নির্ভর অসহায় মানুষের এক টুকরো মাথা গোঁজার ঠাঁই এর শেস শম্বল রক্ষার প্রচেষ্টায় রাক্ষুসে মেঘনার কবল থেকে বাঁচানোর জন্য জরুরী ভিত্তিতে ১কোটি ৬ লক্ষটাকা জি,ও ব্যাগ ডাম্পিং এর বরাদ্ব করেছেন , আপনারা এই মহান নেতার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ থেকে দির্ঘ জীবি হয়ে আপনাদের জন্য কাজ করে যেতে পারে, এই নদী ভাঙ্গন থেকে স্থায়ি রক্ষার জন্য পরবর্তীতে আমাদের বড় প্রকল্প বরাদ্ব দিয়ে সি,সি,ব্লক স্থাপন করতে পারেন।
রিপোর্ট :শফিক খাঁন,ভোলা।