1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মোংলায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬১ Time View

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।বাগেরহাটের মোংলা উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়।

রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার(২০জুন) বিকালে উপজেলার ব্রাক্ষণমাঠ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে মোংলা উপজেলা সনাতনী ভক্ত বৃন্দের আয়োজনে মন্দির চত্বর থেকে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শতশত সব বয়সী নারী-পুরুষ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাইনমারী মন্দির চত্বরে এসে শেষ হয়। এর আগে মন্দিরে আলোচনাসভা,ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

আলোচনা সভায় রথযাত্রার উদযাপন কমিটির সভাপতি পীযুষ কান্তি মজুমদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাস।রামপাল মোংলার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস।উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো:হাবিবুর রহমান।উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন।মোংলা থানা অফিসার ইনচার্জ মো:শামসুদ্দিন।চাঁদপাই ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা মো:তারিকুল ইসলাম।মিঠাখালী ইউনিয়ন চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল।বুড়িরডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান বাবু উদয় শংকর বিশ্বাস।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাস বলেন-যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র তাতে কোন প্রকার বাধা দেবে না। প্রত্যেকটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। তার কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীও বলেন ধর্ম যার যার উৎসব সবার।তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত পূন্যার্থীসহ সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।

অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, সকলে মিলে সম্প্রীতির মাধ্যমে একে অন্যের যেকোনো ধর্মীয় আয়োজনে উপস্থিত হয়ে অংশগ্রহণ করে। বর্তমান সরকারের আমলে প্রত্যেক ধর্মের জনসাধারণ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারছে এবং এর মাধ্যমে সবার মধ্যে সম্প্রীতি বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।আগামী(২৮জুন)উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..