রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বগুড়ায় ১৬৭ কোটি ব্যয়ে ১৪ একর জায়গায় ১৬ তলা বিশিষ্ট বিশাল আইটি ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ শুরু হবে আগামী অর্থবছরেই। পাশাপাশি আমরা হাইটেক পার্ক নির্মাণ হবে আরও একশো একর জায়গায়। আশা করছি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বিসিক-২ এবং শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারসহ হাইটেক পার্ক, নলেজ পার্ক নির্মাণের মধ্য দিয়ে বগুড়াকে আমরা স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো। আর এসব উপহার দেয়ার জন্যই বগুড়াবাসীর কাছে আমরা এসেছি।
শনিবার (২৪ জুন) দুপুর ২টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, বগুড়ায় স্মার্ট কর্মসংস্থান নিশ্চিতের লক্ষে আগামী অর্থবছরের মধ্যেই হচ্ছে শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার ও হাইটেক পার্ক।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার প্রতিটি উপজেলায় “জয় SET সেন্টার” স্থাপন করে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে দেশে বেকার সমস্য সমাধান, উদ্ভাবন এবং তথ্যপ্রযকুক্তিতে যুব সমাজকে এগিয়ে নেয়া সম্ভব হবে। এই মেলার মাধ্যমে বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানে ৫ হাজার পদ সংখ্যায় প্রায় ৬ হাজার ৭শ জন আবেদন করেছেন। আমরা যাচাই বাছাই করে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করবো।
পলক বলেন, আমরা আইসিটি ডিভিশন থেকে দশ জন নারী এবং দশ জন পুরুষ উদ্যোক্তা এবং উদ্ভাবককে এক লক্ষ থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত ইনোভেশন ফান্ড দিতে চাই। যোগ্যতা, দক্ষতা, প্রয়োজনীয়তা, অনুপাতে, এক লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত ইনোভেশন ফান্ড থেকে তাদেরকে সাপোর্ট প্রদান করা হবে। উদ্যোক্তাদের মধ্যে কেউ বা স্মার্ট ইলেকট্রিক ভেহিকল, মোটরসাইকেল তৈরি করবে। কেউ বা ই-কমার্স উদ্যোক্তা হবে। আবার কেউ এগ্রিকালচারাল ড্রোন কিংবা একটা ডেলিভারি ড্রোন তৈরি করবে অথবা কোনো রোবট অথবা কোনো এমন কোনো নতুন সফটওয়্যার তৈরী করবে যেটি বাংলাদেশের শুধু নয় সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাটাকে পরিবর্তন করে দেবে।
জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বগুড়া বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাদুদার রহমান মিলন।
আলোচনা সভা শেষে মেলায় ৩২ জন নারী উদ্যোক্তাকে সম্মাননাসূচক চেক বিতরণ এবং ১০ জন সম্ভাবনাময় উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারকে ল্যাপটপ তুলে দেন প্রতিমন্ত্রী।
এছাড়া মেলার মধ্যেই তাৎক্ষণিক সিভি যাচাই বাছাই করে ইন্টারভিউয়ের মাধ্যমে ১২জন নারী-পুরুষের হাতে চাকরির যোগদান পত্র তুলে দেন তিনি।
এর আগে তিনি বগুড়ার নন্দীগ্রামের ৭ টি উপজেলায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। পরে অনলাইনের মাধ্যমে আরও ছয়টি উপজেলায় জয় সেট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
স্মার্ট কর্মসংস্থান মেলায় চাকরি পেয়ে রবিউল ইসলাম বলেন, আমি ভাবতেই পারি নি, এখানে সিভি দিলে আমার চাকরি হবে। আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। শোভা এডভান্স টেকনোলোজিতে মার্কেটিং এন্ড সেলস সেক্টরে আমার চাকরি হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত।
মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, টিএমএসএস ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক), আকবরিয়া গ্রুপ ছাড়াও স্থানীয় রাহুল গ্রুপ, মিল্টন ইঞ্জিনিয়ারিং, মদিনা মেটাল, রিয়েল মেটাল, শোভা অ্যাডভান্স টেকনোলজি, মেঘনা ইনস্যুরেন্স, উত্তরা ও সফট টনিকসহ মোট ৩৩ টি প্রতিষ্ঠান লোক নিয়োগ দিবে।
মেলার দ্বিতীয় পর্বে স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। এতে দেশসেরা উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা বক্তৃতা করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।