বনানী (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভয়ভীতি দেখিয়ে তার এজেন্টদের বের করে দিচ্ছেন। তারা আমাদের এজেন্ট বের করে দিয়ে একতরফা তাদের এজেন্ট দিয়ে সিল মারার চিন্তাভাবনা করতেছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় রাজধানীর টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি। হিরো আলম বলেন, প্রত্যেকটি কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে বের করে দিয়েছে। এজেন্ট বের করে দেওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই স্বতন্ত্র প্রার্থী। এজেন্ট বের করে দেওয়া হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, অনেকে বলেন হিরো আলম এজেন্ট দেয় না। আসলে আমরা এজেন্ট দেই, এখন তাদের যদি মেরে বের করে দেওয়া হয়, ঢুকতেই না দেওয়া হয়। এসময় হিরো আলম একজন এজেন্ট কে দেখিয়ে বলেন, ‘এই যে দেখেন সাক্ষী তাকে মেরে বের করে দেওয়া হয়েছে। ঘাড়ে দাগ আছে। তাকে ঘুষি দিয়ে বের করে দিয়েছে আওয়ামী লীগের লোকেরা।’
হিরো আলম বলেন, তারা আমাদের এজেন্ট বের করে দিয়ে একতরফা তাদের এজেন্ট দিয়ে সিল মারার চিন্তাভাবনা করতেছে। তবে এখন পর্যন্ত আমরা সিল মারার ঘটনা শুনিনি। তিনি আরও বলেন, বনানী থানায় ফোন করে বলেছি আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তারা বলেছেন ব্যবস্থা নিচ্ছি।
এর আগে বনানী মডেল স্কুল কেন্দ্রে সাংবাদিকরা হিরো আলমকে প্রশ্ন করেন ‘আমরা তো সকাল থেকে এখানে, আমরা তো কাউকে বের করে দিতে দেখিনি।’ হিরো আলম এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তার একজন নারী এজেন্ট বলেন আমাদের সকাল থেকে ঢুকতে দেওয়া হয়নি।
হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইলিয়াস জানান, প্রত্যেকটি কেন্দ্রে তাদের এজেন্ট দেওয়া হয়েছিল। সব মিলিয়ে ৬২৪ জন এজেন্ট দায়িত্ব পালন করছেন। কিন্তু এরই মধ্যে অন্তত ১০-১২টি কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা বলেন, যে যে কেন্দ্রের পোলিং এজেন্ট হবেন, তাকে সে কেন্দ্রের অবশ্যই ভোটার হতে হবে। যদি ভোটার না হন, সে ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে বের করে দিতে বাধ্য হবেন। হিরো আলম ভোটার ছাড়া পোলিং এজেন্ট দিতে গিয়ে নির্বাচন কমিশন দ্বারা বাধা পাইলে তার দোষ কার?