শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ বিশ্বজুড়ে করোনাভাইরাসে যখন আক্রান্ত ও মৃত্যুর মিছিল। এরই মধ্যে বিশ্বে কোভিড–১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪ লাখ ৫১ হাজার ২৬৩ জন।
বৃহস্পতিবার বিশ্ব করোনার আপডেট দেয়া ওয়ার্ল্ডোমিটার এ তথ্য দিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে করোনাভাইরাস। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। আক্রান্ত ও নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৯৪১ জনের।
আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৬৬৫ জনের। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭৪৭৮ জনের।
আক্রান্তের দিক দিয়ে চতুর্থ অবস্থানে চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ২৬২ জনের।
ডিপিআর/ জাহিরুল মিলন