স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক কাজী শাহেদ আহমেদ। প্রায় চার যুগ ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে থাকা কাজী শাহেদ সোমবার (২৮ আগস্ট) দুনিয়া ত্যাগ করেছেন। তার প্রয়াণে ক্রীড়াঙ্গনের নানা স্তরের ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
বিশিষ্ট এ ক্রীড়া সংগঠকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোকবার্তা দিয়েছেন। তিনি শোকবার্তায় বলেন, ‘কাজী শাহেদ আহমেদ ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। তার চলে যাওয়া ক্রীড়াঙ্গনে অপূরণীয় ক্ষতি।’
দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল। ’৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে শাহাদত বরণের পর ক্লাবটির হাল ধরেছিলেন কাজী শাহেদ আহমেদ। ’৭৫ থেকে অদ্যাবধি তিনি আবাহনীর অন্যতম কর্ণধার ছিলেন। সত্তর দশকের ফুটবলাররা কাজী শাহেদের অবদান স্মরণ করেন বিশেষভাবে।
আবাহনীর সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ডের সঙ্গেও নানাভাবে জড়িত ছিলেন। দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকির খেলোয়াড়, কোচ, সংগঠক সবার সঙ্গেই ছিল তার যোগাযোগ। কাজী শাহেদের মৃত্যুতে তার ক্লাব আবাহনী গভীর শোক জানিয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে, বিওএ, বিসিবি, ঢাকা আবাহনী, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠন, ক্রীড়া ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছে। কাজী শাহেদের জানাজা ও দাফন সম্পর্কে তার পরিবার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।