রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ কুমিল্লা থেকে নীলফামারিতে পাচার করার সময়ে বগুড়া থেকে ৯ টি বিলুপ্ত প্রজাতির সন্ধি কাছিম ও ৩ জন পাচারকারী কে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া।
র্র্যাব-১২, সিপিএসসি বগুড়া জানায়, ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী বিপুল পরিবহনে কতিপয় ব্যক্তি রক্ষিত প্রজাতির কাছিম পরিবহন করছে। এই সংবাদের প্রেক্ষিতে অদ্য ২৯ আগস্ট, ভোর ০৬.৪৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বগুড়া টু সিরাজগঞ্জ মহাসড়কের জব্বার হোটেলের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে সন্ধ্যা ৭ ঘটিকায় বিপুল এন্টারপ্রাইজ এর একটি বাসকে থামার জন্য সংকেত দিয়ে বাসটি থামিয়ে বাসে থাকা যাত্রী শ্রী সুবাস চন্দ্র রায়, মানিক রায়, প্রদীপ রায় এই ৩ জনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। ধৃত আসামীগণ জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা কালো রংয়ের প্লাস্টিকের একটি বালতির মধ্যে রক্ষিত ০৯ (নয়) টি কাচ্ছপ রাখার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের সকলের গ্রাম- ডুগডুগি বড়গাছা, থানা- ডোমার,জেলা- নীলফামারী।
পরবর্তীতে র্যাব-১২ বগুড়া সামাজিক বন বিভাগ, বগুড়াকে সংবাদ দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে এসে জব্দকৃত কচ্ছপগুলোকে রক্ষিত সন্ধি কাছিম যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী তফসিলভুক্ত বন্যপ্রাণী বলে সনাক্ত করে। সন্ধু কাছিম ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পরিবহন আইন পরিপন্থি। আটককৃত ব্যক্তিগণের বিরুদ্ধে
আসামীদেরকে বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-১২ বগুড়া।