সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ বাগেরহাটের রামপালের ভাগা এলাকায় বাংলালিংকের মোবাইল টাওয়ারে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত পা ফসকে পড়ে গিয়ে এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছে। নিহত শ্রমিক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কদমতলা গ্রামের মো.শরিফুল ইসলামের পুত্র মো. তরুণ শেখ (২২)।
আজ ৩০ আগষ্টর বুধবার এ ঘটনায় বিকাল ৫ টায় বাদী হয়ে রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন মেডিকাল অফিসার ডাক্তার তাহারিমা খাতুন। রামপাল থানার ফয়লা ফাড়ির এস.আই. কামাল হোসেন মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জিম্মায় নিয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুর আড়াইটায় উপজেলার ভাগা এলাকায় বাংলালিংক কোম্পানির টাওয়ারে চড়েন শ্রমিক তরুণ। এসময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে ১০০ ফুট নিচে পড়ে যান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুর সাড়ে ৩ টায় তরুণকে উদ্ধার করে রামপাল স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহারিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন- বাংলালিংক টাওয়ারে উঠে শ্রমিক তরুণ কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। ময়না তদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে।