রাঙামাটি প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদনের লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। সভায় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা সহ আইনশৃংখলা বাহিনী, পৌরসভার প্রতিনিধি, পুজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পুজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় এবার রাঙামাটি সদরে ১৪ টিসহ জেলায় ৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মন্ডপে সিসিটিভি ক্যামেরা ও সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য সার্বজনীন বলা হলে বাস্তবে সকল দল ও মতের লোক অংশগ্রহণ করতে দেখা যায়নি।