1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মোংলায় ঘাস কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামীলীগ নেতাসহ-০৪

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

সুমন,মোংলা(বাগেরহাট)সংবাদদাতাঃ মোংলায় ঘেরের ভেড়ি থেকে গরু-ছাগলের ঘাস কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোংলায় আওয়ামী লীগ নেতাসহ আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (১০অক্টোবর)সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার একজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আসামি করে মোংলা থানায় একটি অভিযোগ দিয়েছেন হামলার শিকার আওয়ামী লীগ নেতা মনোরঞ্জন মন্ডল।

থানায় দায়েরকৃত অভিযোগসূত্রে জানা যায় হলদিবুনিয়া গ্রামের আহত শ্যামল মন্ডলের চিংড়ি ঘের থেকে প্রতিদিন গরু ছাগলের ঘাস কেটে নিয়ে যায় একই এলাকার অনুপ হালদার। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে তাকে ঘাস কাটতে নিষেধ করা হয়। তার অনুরোধ না শুনে উল্টে তাকে অহেতুক গালিগালাজ ও বিভিন্ন হুমকি দেন অনুপ হালদার।

পরে এই ঘটনার রেশ ধরে সন্ধ্যায় হলদিবুনিয়া স্কুলের সামনে ওৎ পেতে থাকে অনুপ হালদার(৩৫), তার স্ত্রী সাথি মৌলিক(২৫), তার বোন সাগরিকা মন্ডল(৩২)এবং পার্শবর্তী রেজাউল মোছাল্লি(৩৬)।সন্ধ্যায় শ্যামল মন্ডল দোকানে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে সুযোগ পেয়ে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারপিট করে। এসময় তার ডাক চিৎকারে শ্যামলের চাচা চিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মনোরঞ্জন মন্ডল ঠেকাতে এলে তাকেও মারধর করা হয়। শ্যামল মন্ডলের স্ত্রী বন্দনা মহলদার ছুটে এলে তিনিও হামলার শিকার হন।ঘটনাস্থলে গুরুতর আহত হন শ্যামল মন্ডল।ঘটনাস্থল থেকেই গুরুতর আহত অবস্থায় শ্যামল মন্ডলকে স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।বর্তমান তিনি চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন,মঙ্গলবার সন্ধ্যায় চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে মারামারির ঘটনা ঘটেছে।একটি অভিযোগ পেয়েছি।এবং হাসপাতালে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি দ্রুত নিশ্চিত করে অপরাধিদের আইনের আওতায় আনা হবে।আমাদের তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..