রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: বগুড়ায় ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা হত্যা মামলা থেকে তাকে অব্যাহতি প্রদানের জন্য বগুড়া পৌরসভার ২৭ জন কাউন্সিলর বিবৃতি প্রদান করেছে।
আজ ২৮ শে অক্টোবর বগুড়া পৌরসভার পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। উক্ত বিবৃতিতে বগুড়া পৌরসভার ২০ জন ওয়ার্ড কাউন্সিলর ও ৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলরগণ স্বাক্ষর প্রদান করেন।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ১১ই অক্টোবর ২৩ তারিখে বগুড়া জেলার ১৯ নম্বর ওয়ার্ডের মানিকচক এলাকায় রোহান মিয়া নির্মমভাবে হত্যার শিকার হয়। এ ঘটনার প্রেক্ষিতে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর জন্য ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে আসামি করা হয়। যার ফলে ১৯ নম্বর ওয়ার্ডের জনগণ তখন থেকেই তাদের নাগরিক সেবা থেকে প্রায় বঞ্চিত অবস্থায় রয়েছে। বিবৃতিতে তারা উল্লেখ করেন সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য কাউন্সিলর মিন্টুকে এ হত্যা মামলায় ষড়যন্ত্র মূলক ভাবে আসামী করা হয়েছে।
উক্ত বিবৃতিতে বগুড়া পৌরসভার কাউন্সিলর গণ ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মৃত্যুকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করার দাবি সহ নিহত রোহনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তারা।