নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে একটানা তিনদিনের অবরোধ। তিন দিনের অবরোধের মাঝেই কিশোরগঞ্জে অবরোধের ২য় দিনে হরতাল ডেকেছে বিএনপি।
কিশোরগঞ্জে পহেলা নভেম্বর সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে দুইজনকে নিহত করার অভিযোগ এনে এই কর্মসূচি ঘোষণা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ কায়সার শহীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও ছয়সূতি ইউনিয়ন কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন এবং আহত হয় দুই শতাধিক নেতা-কর্মী। এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি বুধবার (০১ নভেম্বর) কিশোরগঞ্জ জেলায় সকাল ৬ টা থেকে বেলা ২ পর্যন্ত অর্ধবেলা হরতাল আহবান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্ধবেলা হরতাল সফল করার জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের আহবান করা হলো।