রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে, উন্নত, আন্তরিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুচিকিৎসার নিশ্চতায়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মেডিলাইফ স্পেশালইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ ১১ নভেম্বর সন্ধ্যায় পূর্বাচলের ৪নং সেক্টর সংলগ্ন হাবিব নগর এলাকায় হাসপাতাল উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল মেডিলাইফ স্পেশালইজড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক লায়ন শাহীন মালুম।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পূর্বাচল মেডিলাইফ স্পেশালইজড হাসপাতালের পরিচালক ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুইয়া, হাসপাতালের পরিচালক (অর্থ) মনিরুজ্জামান ভূইয়া, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ডক্টর ইনচার্জ ডাঃ ইদ্রিস আলী মিল্টনসহ আরো অনেকে।
এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। শহরের পাশাপাশি এখন গ্রাম এলাকায় মানুষের সেবা দেয়ার জন্য বিভিন্ন বেসরকারী হাসপাতাল গড়ে উঠেছে। সরকারী হাসপাতালের মত এই বেসরকারী হাসপাতালে সেবার মান বুঝার জন্য এলাকার যারা অসুস্থ্য হয় তারা একবার হলেও এখানে আসবেন।
তিনি পূর্বাচল মেডিলাইফ স্পেশালইজড হাসপাতালের
কর্তৃপক্ষের উদ্যোশ্যে বলেন, হাসপাতালে আসা রোগীরা যেন কোন ভুল চিকিৎসার স্বীকার না হয় সে দিকে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ নজর দেবার জন্য তিনি অনুরোধ করেন।