স্পোর্টস ডেস্ক: পুরো বিশ্বকাপে দাপুটের সাথে খেলেছে ভারত। একমাত্র ফাইনাল ছাড়া পুরো আসরে ১০-০ তে অপরাজিত ছিল স্বাগতিকরা। দুর্দান্ত ফর্মে থাকা সেই দলকে হারিয়ে শিরোপা জয় করে নেয় অস্ট্রেলিয়া। অথচ সেই শিরোপাজয়ী দলকে স্বাগত জানাতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট কর্তৃপক্ষ।
বুধবার (২২ নভেম্বর) সকালে সিডনি বিমানবন্দরে পৌঁছায় অধিনায়ক প্যাট কামিন্সসহ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একাংশ। বিমানবন্দরে নেমে সাধারণ যাত্রীদের মতোই নিজেদের মালামাল বহন করে নিয়ে যাচ্ছিলেন প্যাট কামিন্স। এ সময় সরকার কিংবা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিশ্বজয়ীদের বরণ করে নেওয়ার মতো কোনো আয়োজন করা হয়নি। এমনকি ফুলেল শুভেচ্ছাও জানাতে দেখা যায়নি।
বিশ্বজয় করে আসার পরও অস্ট্রেলিয়া ক্রিকেট দল কোনো ধরনের অভ্যর্থনা না পাওয়ায় বিস্মিত ক্রিকেটভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আচরণের প্রতিবাদও জানিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিলি পয়েন্ট নামের একাউন্টে প্যাট কামিন্সদের বিমানবন্দরের একটি ভিডিও পোস্ট করে এক ভ্ক্ত লেখেন, ‘এয়ারপোর্টে প্যাট কামিন্সদের স্বাগতম। দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করা হয়নি।’
একই ভিডিও অন্য আরেকজন পোস্ট করে লিখেছেন, ‘প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার একটি বিমানবন্দরে পৌঁছেছেন। শুধু কয়েকজন ক্রীড়া সাংবাদিক ছবি তুলছেন। একইসাথে সাধারণ যাত্রীরা তাদের নিজস্ব কাজকর্ম করছেন।’
আরেকজন লিখেছেন, ‘কোনো উত্তেজনা নেই! প্যাট কামিন্স বিশ্বকাপ জিতে দেশে ফিরেছেন; কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রহণ করার জন্য লোক নেই।’
তবে এদিন অস্ট্রেলিয়ার পুরো দল দেশে পৌঁছায়নি। বেশ কয়েকজন ক্রিকেটার ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য রয়ে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে অসিদের বিপক্ষে সুর্যকুমারের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত।