ওয়েব ডেস্ক: জনগণ একটা আখেরি লড়াইয়ের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, সরকার শুধু জীবিত ব্যক্তিদেরই জেলে পাঠাচ্ছে না, যারা গুমের শিকার হয়েছেন, যারা ১০-১২ বছর আগে মারা গেছেন তাদেরও জেল দিয়ে রায় প্রদান করছেন। তারা কতটা দেউলিয়া। মানুষটা জীবিত না মৃত, দেশে না বিদেশে, জেলে না বাইরে আছে আইনজীবীদের এটা দেখার কোনো প্রয়োজন নেই। যে নেতাকর্মীদের তালিকা তাদের ধরিয়ে দেওয়া হয়েছে সেটি দিয়েই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের পাইকারি হারে জেলখানায় পাঠানোর ব্যবস্থা করছেন। এই খেলা কী বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে না?
তিনি আরও বলেন, সরকার বিরোধী দলকে বলে তারা নাকি সন্ত্রাস করে। এরা নাকি অগ্নিসন্ত্রাস করে। ভোলার ঘটনা আপনারা জানেন। সেখানে ছাত্রলীগের নেতা তার বাড়িতে বোমা বানাতে গিয়ে নিহত হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, পুলিশ প্রশাসনকে, ছাত্রলীগের ওই নেতা কী গ্রেফতার হয়েছে? প্রায় ১০০ জন বিরোধীদলের নেতার বাসায় মুখোশ পরে হামলা করেছে। বাড়িতে বাড়িতে হামলা করছে। গুপ্তহত্যায় আপনারা লেলিয়ে দিচ্ছেন। তাদের একজনও কী গ্রেফতার হয়েছে? কাউকেই গ্রেফতার করা হয়নি।
তিনি বলেন, সেজন্য আমরা বলতে চাই, লড়াইয়ে বিজয়ী না হওয়া পর্যন্ত গণতন্ত্র মঞ্চ রাজপথে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ মঞ্চের অন্যান্য নেতারা।