রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
অগ্রহায়ণ যাই যাই করছে, কিন্তু হাড় কাঁপানো সেই শীত কই? তা না হোক, গরম কাপড়ে জবুথবু হয়ে চলার মতো শীতও তো নেই। অথচ আর সপ্তাহ খানেক পরই আসছে পিঠাপুলির পৌষ।
পাবনার ভাঙ্গুড়ায় শীত তো তেমন মালুমই হচ্ছে না। সকাল-সন্ধ্যা খানিকটা হালকা কুয়াশার পড়ে, তার সঙ্গে এক চিমটি হিমেল হাওয়া। ব্যস, শীতের নাচন এখানেই শেষ। উত্তরাঞ্চলে অবশ্য কনকনে ভাবটা একটু জেঁকে বসেছে। তা-ও সে রকম নয়।
উপজেলার সচেতন নাগরিক ও মানবিক মানুষ সেলিম রেজা বলেন, উপজেলায় এখনও দিনে গরম আর রাতে অনুভূত হচ্ছে হাল্কা শীত।
বৈচিত্র্যহীন হয়ে পড়ছে শীতকাল। ঋতুবৈচিত্র্যের ধরন অনুযায়ী প্রতিবছর প্রকৃতিতে শীত এলেও তার ধারাবাহিকতা থাকছে না। কোন বছর কনকনে ঠান্ডায় মানুষ জবুথবু, আবার কোন বছর প্রকৃতিতে শীত ঋতু যে চলছে তা বোঝাই মুশকিল হয়ে পড়ছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বলেন, গত দুই দিন জেলার বিভিন্ন উপজেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
আকাশ মেঘলা থাকলেও শীত তেমন তীব্রভাবে অনুভূত হচ্ছে না। তীব্র শীতের অনুভূতি পেতে হলে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।