স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়েছে। তবে ব্যাটিংয়ে নামতে না নামতেই টাইগার পেসার শরিফুল ইসলামের তোপের মুখে পড়েছে নিউজিল্যান্ড। ওভারের চতুর্থ আর শেষ বলে দুই কিউই ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন এই বাঁহাতি।
রাচিন রাবিন্দ্র ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে। হেনরি নিকোলস ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে এনামুল বিজয়ের হাতে। দুজনই আউট শূন্য রানে। ৫ রানে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৪ রান। উইল ইয়ং ৯ আর টম ল্যাথাম ৮ রানে অপরাজিত আছেন।
বৃষ্টির কারণে ম্যাচটি হবে ৪৬ ওভারের। টস হয়েছে সময়মতোই। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামার আগেই হানা দেয় বৃষ্টি।
বাংলাদেশ সময় ভোর চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল। পরে জানানো হয়, মাঠ প্রস্তুত করে আধ ঘণ্টা বিলম্বে শুরু হতে পারে ম্যাচটি। তবে আধ ঘণ্টা পরও শুরু করা যায়নি খেলা। কারণ মাঝে আবার হানা দিয়েছিল বৃষ্টি।
এই বৃষ্টি এই রোদ। ডানেডিনে রোদ-বৃষ্টির লুকোচুরিতে প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচটি। তাই খেলা হবে ৫০ ওভারের বদলে ৪৬ ওভারের। অর্থাৎ দুই দলের ইনিংস থেকে ৪ ওভার করে কাটা হয়েছে।