স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হেরে গিয়েছিল আর্সেনাল। গতকাল রোববার রাতে তাই গানারদের সামনে লক্ষ্য ছিল জয়ে ফেরার। আর জিততে পারলেই নিজেদের হারানো সিংহাসনও ফিরে পাওয়ার সুযোগ রয়েছে মিকেল আরতেতার দলের। ফলে দু্ই লক্ষ্যের দুটিই ভেদ করতে পেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। ব্রাইটনকে হারিয়েছে ২-০ গোলে।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দাপুটে ছিল আর্সেনাল। ব্রাইটনকে একেবারে কোণঠাসা করে রেখেছিল তারা। প্রথমার্ধ শুরুর পর একটি ছাড়া টার্গেটে আর কোনো শর্টও করতে পারেনি সফরকারীরা। বিরতির আগে কোন দল গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোল করে স্বাগতিকরা। গাব্রিয়াল জেসুস ও কাই হ্যাভার্টজের গোলে জিতেছে ২০- গোলে।
ম্যাচের ৫৩তম মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। ৮৭তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির অ্যার্টাকিং মিডফিল্ডার হ্যাভার্টজ। গোল ব্যবধানে কমাতেও ব্যর্থ হয় ব্রাইটন।
ব্রাইটনকে হারিয়ে ৩৮ পয়েন্ট প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।