স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ড্র অনুষ্ঠিত হয়ে গেলো আজ। সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত এই ড্র’য়ের পর নির্ধারণ হয়ে গেলো চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি হবে।
এবারের ড্র’টি এমনভাবে অনুষ্ঠিত হলো, যেন জায়ান্টদের কাউকেই বাদ পড়তে না হয়। যেন কোয়ার্টার ফাইনালে সেরা দলগুলোই উঠতে পারে। সে হিসেবে ফেবারিটরা মোটামুটি সহজ প্রতিপক্ষই পেয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এফসি কোপেনহেগেনকে। ডেনমার্কের এই ক্লাবটিকে বলা যায় সহজেই হারাতে পারবে সিটিজেনরা। যদি না কোনো অপ্রত্যাশিত কিছু ঘটে যায়।
চ্যাম্পিয়ন্স লিগে সব সময়ের ফেবারিট এবং সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেলো জার্মান ক্লাব আরবি লেইপজিগকে। জাভি হার্নান্দেজের বার্সেলোনার সামনে এবার দ্বিতীয় রাউন্ডের বাধা টপকে যাওয়ার মিশন। কারণ, প্রতিপক্ষ হিসেবে ইতালিয়ান ক্লাব ন্যাপোলিকে পেয়েছে বার্সা।
গত দুই আসরে গ্রুপ পর্বই টপকাতে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। এবার দ্বিতীয় রাউন্ডে উঠে এসে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে। বার্সার জন্য যদিও খুব একটা সহজ প্রতিপক্ষ হচ্ছে না। তবুও নামে ও ভারে কিছুটা হলেও ন্যাপোলির চেয়ে এগিয়ে রয়েছে বার্সা।
একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় থাকা পিএসজি দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদকে। কঠিন লড়াই হবে ইন্টার মিলান এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে। দুই দলই মুখোমুখি হচ্ছে দ্বিতীয় রাউন্ডে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও খুব একটা কঠিন প্রতিপক্ষ পায়নি। তারা মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি এবং মার্চে। ফেব্রুয়ারির ১৩,১৪, ২০, ২১ তারিখ অনুষ্ঠিত হবে প্রথম লেগের খেলা এবং ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ৫,৬, ১২, ১৩ তারিখ।
দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি?
এফসি পোর্তো-আর্সেনাল
এফসি কোপেনহেগেন-ম্যানসিটি
ন্যাপোলি-বার্সেলোনা
পিএসজি-রিয়াল সোসিয়েদাদ
ইন্টার মিলান-অ্যাটলেটিকো মাদ্রিদ
পিএসভি-বরুশিয়া ডর্টমুন্ড
ল্যাজিও-বায়ার্ন মিউনিখ
আরবি লেইপজিগ-রিয়াল মাদ্রিদ