মাগুরা প্রতিনিধি: স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে রোববার সন্ধ্যায় বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে মাগুরা শহরের ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআইপাড়া রেড জোন চিহ্নিত করে স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান রোববার সন্ধ্যায় তার ফেসবুক আইডিতে এলাকা দুটি রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।
এলাকা দুটিতে এ পর্যন্ত মোট ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সর্বশেষ ১৯ জুন খানপাড়ার এক ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে পিটিআইপাড়া এলাকায় এক নার্সসহ আরও ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। রেড জোনের আওতাধীন এলাকায় আনুমানিক ২ শতাধিক পরিবার বসবাস করে।
রেড জোন চিহ্নিত করতে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, পৌর কাউন্সিলর মকবুল হাসান মাকুল ও সদর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত থেকে এলাকার ৫টি প্রবেশ মুখে এ সংক্রান্ত ব্যানার টানিয়েছেন।
এ বিষয়ে পৌর কাউন্সিলর মকবুল হাসান মাকুল জানান, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এলাকা দুটি ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা করা হয়েছে। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, পৌর কাউন্সিলের দেওয়া তালিকা অনুযায়ী রেড জোন ও লকডাউন এলাকায় নিয়মিত খাদ্য সরবরাহ করা হবে।