বিশেষ সংবাদদাতা:অদ্য ২২ জুন ২০২০ খ্রি. তারিখে কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর সদয় নির্দেশনা মোতাবেক সারাদিনব্যাপী শহরজুড়ে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দিনব্যাপী আজকের এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালেক্টরেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাফসা নাদিয়া এবং জনাব শফিকুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একাধিক দল।
এ সময় শহরের গৌরাঙ্গ বাজার, বড় বাজার, পুরান থানা বাজার, কাঁচারি বাজার, মোরগ মহল, রথখোলা, হারুয়া, কলাপাড়া, নগুয়াসহ সমগ্র শহরব্যাপী মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ৪ জনকে মোট ১,৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় সকলকে বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয় এবং বেশ কয়েকজনকে মাস্ক বিতরণও করা হয়। এছাড়াও নির্ধারিত সময়ের পর দোকানপাট/শপিংমল খোলা রেখে কেনাবেচা করা, স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মেনে চলা, পাবলিক প্লেসে ধূমপান করা, ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে ১৬ টি মামলায় বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৫৪,৮০০ টাকা করা হয় এবং শহরের সকল দোকানপাট সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার জন্য ব্যবসায়ীদের বলা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর এই অভিযান অব্যাহত থাকবে।