নিজস্ব প্রতিবেদক: আকাশপথে দুর্ঘটনায় যাত্রী হতাহত হলে কিংবা মালপত্র নষ্ট ও হারিয়ে গেলে ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ছয়গুণ বাড়িয়ে এ সংক্রান্ত আইনের খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে (মন্ট্রিল কনভেনশন) বিল, ২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে বিলটিতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব তথন জানিয়েছিলেন, আকাশপথে আগে যাত্রীর মৃত্যু বা আঘাতপ্রাপ্ত হলে ক্ষতিপূরণ ছিল ২০ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা। প্রস্তাবিত আইনে তা ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে ফ্লাইট বিলম্বের কারণে পরিবহনকারীর দায় ৫ হাজার ৭৩৪ ডলার করার প্রস্তাব হয়েছে, যা ছিল ২০ ডলার। ব্যাগেজ নষ্ট বা হারানোর জন্য প্রতি কেজিতে ২০ ডলারের পরিবর্তে ১ হাজার ৩৮১ ডলার এবং কার্গো বিমানের মালামাল নষ্ট বা হারানোর জন্য প্রতি কেজিতে ২০ ডলারের পরিবর্তে ২৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
এদিন এছাড়া জাতীয় সংসদে আরও পাঁচটি বিল উত্থাপন করা হয়েছে।