স্পোর্টস ডেস্ক: সিরিজের প্রথম দুই ম্যাচে আশা জাগিয়ে হেরেছিল পাকিস্তান। এবার তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের পাহাড়সম রানের সামনে পাকিস্তান। ফিন অ্যালেনের ঝোড়ে ব্যাটিংয়ে তোলা্ ১৩৭ রানের ইনিংসের উপর ভর করে পাকিস্তানের সামনে ২২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। প্রায় অসম্ভব সেই রান তাড়ায় ধুঁকে ধুঁকে এগুচ্ছে পাকিস্তান।
আজ বুধবার ডানেদিনে টস ভাগ্য সহায় হয়েছিল পাকিস্তানের। কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে যে কত বড় ভুল করলেন শাহিন শাহ আফ্রিদি, সেটি পরক্ষণেই বুঝিয়ে দিলেন ফিন অ্যালেন। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করলেন তিনি।
পাকিস্তানি বোলারদের মুড়ি মুড়কির মতো উড়িয়ে মারতে শুরু করলেন অ্যালেন। পুরো ইনিংসে ১৬টি ছক্কা হাঁকালেন তিনি। এই ম্যাচে
আফগানিস্তানের ওপেনার হাজরত উল্লাহ জাঝাইয়ের ন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ভাগ বসালেন অ্যালেন। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন আফগান ওপেনার। ওই ম্যাচে জাঝাই খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।
নিউজিল্যান্ডের ২২৪ রানের জবাবে লড়াইটা পাকিস্তানের নয়, বরং কিউইদের বিপক্ষে যেন একাই লড়ছেন বাবর আজম। আগের দুই ম্যাচেও ফিফটি করেছিলেন বাবর। এই ম্যাচেও ফিফটি হাঁকালেন তিনি। শেষ পর্যন্ত হয়তো তার এই ফিফটিও বিফলেই যাবে। কারণ তার সঙ্গ দিতে পারছেন না কোনো ব্যাটার।
রানচাপায় এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২৫ রান। ৫০ রানে বাবর, মোহাম্মদ নেওয়াজ ৩ রানে অপরাজিত আছেন।