স্পোর্টস ডেস্ক: বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ ধরে রাখতে পারেনি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। কিন্তু দ্বিতীয় ম্যাচে চ্যালেঞ্জিং স্কোরও দাঁড় করাতে পারেনি সিলেট। এই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে ১২০ রান করেছে মাশরাফির দল। অর্থাৎ জিততে হলে নুরুল হাসান সোহানের দল রংপুরকে করতে হবে ১২১ রান।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট স্ট্রাইকার্স। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ৩৯ রানে ছিল না ৫ উইকেট। তখন মনে হয়েছে ১০০’র আগেই গুটিয়ে যাবে মাশরাফির দল।
কিন্তু লজ্জায় পড়তে দেননি দুই বিদেশি ব্যাটার বেন কাটিং ও বেনি হাওয়েল। ৫৬ বলে ৬৮ রানের দুর্দান্ত জুটি করে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান তারা। হাওয়েল রিপন মণ্ডলের বলে আউট হওয়ার আগে খেলেন ৩৬ বলে ৪৩ রানের ইনিংস। কাটিং করেন ৩১ বলে ৩১ রান।
ওপেনার নাজমুল হোসেন শান্ত করেন ২৪ বলে ১৪ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। অবশেষে ৮ উইকেটে ১২০ তুলতে পারে সিলেট।