স্পোর্টস ডেস্ক: ব্যাটাররা রান পাচ্ছেন। কিন্তু ফরচুন বরিশাল টানা তিন ম্যাচে দেখেছে হার। দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মনে করছেন, বোলিংটাই ডুবাচ্ছে তাদের।
সিলেটে আজ (শনিবার) হাইস্কোরিং এক ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ছুড়ে দেওয়া ১৯৪ রান তাড়া করতে গিয়ে ১০ রানে হেরেছে বরিশাল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় বোলাররা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ পাঁচ ওভার খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ম্যাচগুলো হেরেছি, বেশিরভাগ কিন্তু আমরা রান দিয়েই হেরেছি। ব্যাটারদের দোষের জন্য হারিনি।’
মিরাজ যোগ করেন, ‘টি-টোয়েন্টি খেলায় অনেক সময় পরিস্থিতি এমন আসে। বোলার কতটুকু প্রিপারেশন নিচ্ছে এক্সিকিউট করার জন্য। শেষের দিকে তো ব্যাটার প্রতি বলেই হিট করবে। ওখানে আউটও হতে পারে, চার-ছক্কাও হতে পারে। বোলাররা নিজেদের কিভাবে মেলে ধরছে, সেটাই গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের বোলাররা সেটা ঠিকভাবে পারছে না।’
ফিল্ডিংয়েও ক্যাচ ড্রপ হয়েছে, জীবন পেয়েছিলেন চট্টগ্রামের ইনিংসে ৫০ বলে অপরাজিত ৯১ করা আভিশকা ফার্নান্ডোও। মিরাজ মনে করেন, ক্যাচ ড্রপও এই ম্যাচে ভুগিয়েছে।
বরিশাল অলরাউন্ডারের ভাষায়, ’উইকেটটাও ভালো ছিল। আমা