দৈনিক প্রত্যয় ডেস্কঃ এবারের হজে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের সর্বোচ্চ ১০ হাজার মানুষ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যেখানে প্রতি বছর অংশ নেন প্রায় ২৫ লাখ মানুষ।
মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এবারের হজ পালন বিষয়ে ৮টি নির্দেশনাও প্রকাশ করে কর্তৃপক্ষ।
বলা হয়, হজে অংশগ্রহণকারীর সংখ্যা ১০ হাজারের বেশি হবে। তাদের অবশ্যই সৌদি আরবে বসবাসকারী হতে হবে। বাইরের দেশ থেকে কেউ অংশ নিতে পারবে না।
বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে সোমবার সীমিত আকারে হজ আয়োজনের ঘোষণা দেয় সৌদি আরব।
ডিপিআর/ জাহিরুল মিলন