এলকে জুবায়েদ হোসাইন: পরিবারের কারো জন্মদিনে যেমন পরিবারের সকলে খুশি হয়।তেমনি বিভাগের জন্মদিনেও সকলে খুশি হয় বিভাগ ও আমাদের পরিবার,হোক সেটা শিক্ষক বা শিক্ষার্থী কিংবা কর্মকর্তা-কর্মচারী।তিনজন শিক্ষক এবং ৫০ এর একটু কম শিক্ষার্থী নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ১ ফেব্রুয়ারি ২০১৬ সালে যাত্রা করপ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। আজ পা দিল ৯ম বছরে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজ এ বিভাগ শিক্ষার্থীদের কাছে অধিক গ্রহণযোগ্যতা পেয়েছে সমসাময়িক প্রতিষ্ঠিত হওয়া অন্যবিভাগগুলো থেকে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান চেয়ারম্যান কাজী আনিস বলেন, সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী,শুভানুধ্যায়ী আছেন।তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ২০১৬ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ শুরু হয়েছিল।এটি হাঁটি হাঁটি পা করে আজ নবম বছরে পর্দাপন করেছে।তবে শুরু থেকেই এটার ক্লাসরুম সংকট ছিল।সেগুলোকে উত্তরণ ঘটিয়ে আমরা একটি পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।আমরা সবাই বিশেষ করে শুরুর দিকে যে শিক্ষকবৃন্দ ছিলেন অনেক পরিশ্রম করে এ বিভাগটিকে একটি জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছেন।আমরা তারই ধারাবাহিকতায় বিভাগকে একটি উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।একত্রে সবাই মিলে যদি কাজ করি বিভাগ আরো উন্নততর হবে। আমার গৌরবের বিষয় বিভাগীয় প্রধান হিসেবে সবার সহযোগিতা পেয়েছি এবং এখনো পাচ্ছি। যার ফলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে এগিয়ে নিয়ে যেতে পারছি আদর্শ সাংবাদিক তৈরির কারখানা হিসেবে।
বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হাসান সানি আবেগপ্রবণ হয়ে বলেন, এ বিভাগ আমার আবেগের জায়গা। এখানেই ৬ বছর কাটিয়েছি। ছোট থেকে বড় হতে দেখেছি চোখের সামনে। বিভাগের উন্নতি হচ্ছে, আরো হবে। সবার সহযোগিতায় আমরা সাংবাদিকতা বিভাগকে আরো এগিয়ে নিয়ে যাবো। শুভ জন্মদিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সাংবাদিকতা বিভাগের ‘কমিউনিকেশন ক্লাব’ এর বর্তমান ভিপি বিশ্বজিৎ সরকার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমসিজে ডিপার্টমেন্ট আমাদের পরিবার। আমাদের পরিবারের ৮ বছর হলো যেটা খুব অল্প সময় কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমাদের এমসিজে ডিপার্টমেন্ট সুপরিচিত সৃজনশীল কাজের জন্য। অতীতের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আমাদের প্রিয় ডিপার্টমেন্টকে সকল শিক্ষার্থী মিলে এগিয়ে নিয়ে যাব, যেটা দৃশ্যমান। আমি আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং শিক্ষর্থীকে জানাই শুভেচ্ছা।
এ বিভাগের আওতাধীন বিভিন্ন সৃজনশীল ক্লাব পরিচালিত হয় বর্তমানে। সেগুলোর মধ্যে অন্যতম ‘এমসিজে ফ্লিম ক্লাব ‘।শিক্ষার্থীদের মেলবন্ধনের উদ্দেশ্য এবং নিজ সংস্কৃতির চর্চার লক্ষ্য এ ফ্লিম ক্লাব পরিচিত হয়। তাছাড়া বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাংবাদিকতা পড়ার পাশাপাশি যাতে চর্চা করা যায় সেজন্য রয়েছে ‘এমসিজে নিউজ’। যেটি বিশ্ববিদ্যালয়ের সকলের নিকট তুমুল জনপ্রিয় ।