1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ভুয়া-ভুয়া ডাক প্রসঙ্গে যা বললেন সাকিব

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক: এমন দিনও দেখতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারকে! যে দর্শক গ্যালারিতে এক সময় ‘সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ’ স্লোগান উঠতো, সেখান থেকে এখন আসছে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি।

ব্যাটিংয়ে খারাপ সময় যাচ্ছে চোখের সমস্যার জন্য। কিন্তু শুধু ব্যাটিং নয়। সাকিব বল হাতে নিলেও ‘ভুয়া-ভুয়া’ ডাক উঠতে দেখা গেছে, এমনকি ম্যাচ শুরুর আগে অনুশীলনের সময়ও।

 সাকিবকে যে এটা কষ্ট দেয় না, তেমন তো নয় অবশ্যই। তবে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ আসতেই মজার ছলে জবাব দিলেন সাকিব।

সিলেটপর্বের শুরুতে বোলিংয়ে আসলে দুয়ো শুনতে হয়েছে। শেষটায় এসে দারুণ বোলিং করলেন। এবার দর্শকদের দেখা গেলো, সাকিব-সাকিব করতে। বিষয়টা কিভাবে দেখছেন?

এমন প্রশ্নে সাকিবের হাসিমাখা উত্তর, ‘এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আমি যখন ওদের ভুয়া-ভুয়া বললাম, ওরা সবাই খুশি হয়ে গেলো। তারপর সব দেখি আমার পক্ষে কথা বলছে। আমি বুঝলাম না ঘটনাটা কী (হাসি)।’

৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। দারুণ বোলিং করলেন মনে করিয়ে দিতেই আবারও রসাত্মক সংলাপ সাকিবের, ‘এই উইকেটে সব স্পিনারই ভালো করছে। আমি যদি বেশি খারাপ করি, দেখতেও তো খারাপ লাগে। ওই কারণেই একটু ভালো করার চেষ্টা করছি। এখানে সব স্পিনারই ভালো করছে, যে বল করে সে-ই। এখন আমি যদি খারাপ করি, দেখতে কেমন লাগে না? একটা রেপুটেশন তো আছে (হাসি)।’

অলরাউন্ডার হয়েও বোলার হিসেবে খেলা? কতটা কঠিন অভিজ্ঞতা? সাকিব এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলাদা করে কৃতজ্ঞতা জানালেন, রংপুর ফ্র্যাঞ্চাইজির প্রতি।

সাকিব বলেন, ‘জিনিসটা হচ্ছে লাইফে কখনও এমন করিনি। যে কোনো একটা সাইড দিয়ে খেলতে হয়েছে। এমন কখনও হয়নি, প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য আমার ফিল হচ্ছে। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দলে নিয়েছিল তার অর্ধেক আমি করতে পারছি অর্ধেক পারছি না। তারপরও তারা আমাকে যেভাবে সাপোর্ট করছে, তাদের ধন্যবাদ দিতে হয়। এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি গর্বিতই বলব। তাদের প্রতি কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..