রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান: বগুড়া কালেক্টরেট স্কুলে অতিরিক্ত গরমে সহপাঠীকে অসুস্থ হতে দেখে অতংকিত হয়ে ২০-২২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে।
রবিবার ১৯ মে বেলা ২ ঘটিকায় টিফিন পিরিয়ডের পরপরই এই শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনা ঘটে।
অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন সরদার এই প্রতিবেদককে জানান, ঘটনার শুরুতে ২.৩০ মিনিটে ষষ্ট শ্রেণীর বালিকা শাখার শিক্ষার্থী রোজাইফা (রোল ৬৫) হটাৎ অসুস্থ হয়ে শাসকষ্ট শুরু হয়, এবং এই ছাত্রীর অসুস্থতা দেখে একি বিদ্যালয়ের সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ২০ থেকে ২২ জন শিক্ষার্থী অতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আমরা সঙ্গে সঙ্গেই অসুস্থ শিক্ষার্থীদের ফ্যানের নিচে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেই।
এই অধ্যক্ষ আরো বলেন পরবর্তীতে একজন শিক্ষার্থীকে জলেশ্বরীতলার স্কুল হেলথ ক্লিনিকে পাঠানো হলে, উক্ত হেলথ ক্লিনিকের চিকিৎসক জানান, অতিরিক্ত গরম এবং এ্যজমার কারণে উল্লেক্ষিত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এবং সহপাঠীকে অসুস্থ হতে দেখে অতংকিত হয়ে পাশাপাশি বিদ্যুৎ গোলোযোগে ফ্যান বন্ধ হয়ে গেলে অতিরিক্ত গরমে এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আরাফাত হোসেন জানান, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে আমি অত্র বিদ্যালয়ে উপস্থিত হয়ে সরেজমিনে বিষয়টি তদারকি করে জানতে পারি, অতিরিক্ত গরমে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং একই সময় বিদ্যুৎ গোলোযোগের কারণে এবং সহপাঠীকে অসুস্থ হতে দেখে ২০ থেকে ২২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।