জামালপুর সংবাদদাতা:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি নিজের নির্বাচিত সংসদীয় এলাকার একাংশ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নদীভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার ২৪ জুন ২০২০ তিনি দিন ব্যাপী জনসংযোগের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস, তেঘরিয়া বাজার ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
এরপর তিনি পাকরুল হিদাগাড়ী ও মানিকদাইড় এলাকার যমুনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। সে সময় এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে আশ্বস্ত করেন।
এ সময় মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম,মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা আওয়ামীলীগের সদস্য ও ১ নং চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্ময়কারী অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী,চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সমাজ সেবক বদরুল আলম সরদার, চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল করিম ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ আওয়ামী লীগ অংঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্ট: মোহাম্মদ সা’-আদাত উল করীম।