বগুড়া সংবাদদাতা:বগুড়ার কাহালুতে ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ইউপি সদস্য হীরেন সরকার (৭০) মারা গেছে। বুধবার দুপুর সোয়া ১ টার দিকে কাহালু চারমাথা রেলগেটের ৩শ’মিটার পূর্ব দিকে ঘটনাটি ঘটে।
তিনি মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের মহন্ত চন্দ্র সরকারের ছেলে। হীরেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। বর্তমানে তিনি বগুড়া তিনমাথা রেলগেটের পুরাতন বগুড়া এলাকায় বসবাস করতেন।
কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হিরন চন্দ্র রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।