নিজস্ব সংবাদদাতা:স্বামী সাংবাদিক রেজাউল করিমের (প্লাবন) বিরুদ্ধে যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার মামলার কোনো অগ্রগতি না হওয়ায় রাস্তায় নেমেছেন সাংবাদিক সাজিদা ইসলাম পারুল। মামলা করার পর ১ মাস ১৫ দিন পার হলেও অভিযুক্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার করেনি জানিয়ে সাজিদা ইসলাম জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে প্লাকার্ড হাতে একাই দাঁড়ান সাজিদা ইসলাম।
এ সময় তাকে কাঁদতেও দেখা যায়।
বুধবার সকালে প্রেসক্লাবের সামনে এক ঘণ্টা অবস্থান করেন সাজিদা ইসলাম। এ সময় দৈনিক সমকালের দুজন সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা আশপাশেই ছিলেন।
পারুল বলেন, মামলা করার পর এত দিন পার হলো। আসামি ঢাকা শহরেই ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। অন্যদিকে আসামি আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। যে কোনো দিন আমাকে মেরেও ফেলতে পারেন। আসামি প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে আপসের প্রস্তাব পাঠানোর নামে রসিকতা করে চলছেন। আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা চালাচ্ছেন।
তিনি বলেন, আমি সাংবাদিক হয়েও ন্যায়বিচারের জন্য পথে নামতে বাধ্য হয়েছি। করোনার সময় ইচ্ছে করেই মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি হাতে নিইনি। আমি চাই না আমার জন্য অন্য কেউ বিপদে পড়ুক। তবে আমার অবস্থানে থাকা একজন নারীকে যদি ন্যায়বিচার চেয়ে এভাবে ঘুরতে হয় তাহলে বিচার চাওয়া অন্য নারীদের অবস্থা সহজেই অনুমেয়।