সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জােরপূর্বক জমি দখল ও একটি পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে ।
মঙ্গলবার (১২) নভেম্বর ২০২৪, সকালে সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৃত জাবেদুর রহমানের ছেলে মাকিদুর রহমান পিয়াস বাদি হয়ে একই গ্রামের রুবেল মিয়া (৩২), ইসমাইল হােসেনের ছেলে আশরাফ আলী(৫০), ইয়াছিন মন্ডলের ছেলে রতন মিয়াসহ ২৭ জনকে অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বাদী পৈত্রিক সূত্রে ৮২ বছর যাবৎ উক্ত জমি ভােগদখল ও চাষাবাদ করে আসিতেছে। কবলা দলিল,এস. এ খতিয়ান, আর. এস খতিয়ান, খারিজ খতিয়ান মূলে সরকারকে খাজনা দিয়ে আসছি। এমতাবস্থায় পার্শ্ববর্তী প্রতিবেশি উক্ত জমির মালিকানা দাবি করে মঙ্গলবার সকাল ৬ টায় দলবল লাঠি – সােটা,রড ও ধারালাে অস্ত্র নিয়ে চাষকৃত ধান ও সরিষার জমিতে পাওয়ার টিলার দিয়ে ফসল বিনষ্ট করে, জােরপূর্বক ঘর তুলে দখলে নেয়।
এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লােকজন তাকে লাঠি- সােটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণভয়ে মাকিদুর বাড়িতে আসলে সেখানেও তাকে প্রাণনাশের হুমকি দেয় প্রতিপক্ষরা । পরে ৯৯৯ ফােন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাদি আরো বলেন, যদি কেহ জমি পায় তবে আইনগত ভাবে না এসে এভাবে সন্ত্রাসী কায়দায় জমি দখল করায় এবং আমাকে প্রান নাশের হুমকি দেওয়ায় আমি এর নিন্দা জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি।
এ বিষয়ে বিবাদী পক্ষের রুবেল মিয়া জানান তারা উক্ত জমিতে অংশ পাবেন। আইনের দারস্থ না হয়ে কেনো আইনে হাতে তুলে নিলেন এমন প্রশ্নের জবাবে তারা জানান, আইন টাকার কাছে বিক্রি হয় তাই তাদের আস্থা নেই আইনের প্রতি।
বিষয়টি সম্পর্কে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ( ওসি) জামিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সেই সাথে এবিষয়ে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।