শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
বগুড়া সংবাদদাতাঃ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে অবস্থিত “করোনা আইসোলেশন সেন্টারে” করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২০টি কমপ্লিট সেট অক্সিজেন সিলিন্ডার (ফ্লো-মিটার, অক্সিজেন মাস্ক, নাজাল ক্যানোলা, ট্রলি সহ) হস্তান্তর করেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক গোলাম মোঃ সিরাজ এর পক্ষে ড্যাব বগুড়া শাখার নেতৃবৃন্দ। গোলাম মোহাম্মদ সিরাজের নিজস্ব উদ্যোগে ২০টি কমপ্লিট সেট অক্সিজেন সিলিন্ডার বগুড়ায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন এর নিকট হস্তান্তর করে।

অক্সিজেন সমগ্রী প্রদানকালে ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে এর আগে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই প্রদান করা হয়েছে। বরাবরের মতো এবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অক্সিজেন সামগ্রী প্রদান করা হলো
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহাজাহান আলী, ড্যাব বগুড়া মহানগর শাখার আহবায়ক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখার আহবায়ক অধ্যাপক ডাক্তার আজফারুল হাবিব রোজ, সরকারী মোহাম্মাদ আলী হাসপাতালের তত্বাবধায়ক এটিএম নুরুজ্জামান প্রমুখ।