1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ফোনে চাপ প্রয়োগ, ‘বিব্রত’ ছাত্রদল বলছে— বিষয়টি অতিরঞ্জিত

  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ওয়েব ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। প্রার্থীদের দৌড়ঝাঁপ, নানা কসরত চলছে। প্রচারণা ঢাকা ছাড়িয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। জেলা-উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীদের পক্ষের কর্মীরা, চাইছেন ভোট। কখনো বাড়ি যেতে না পারলে ফোনে কুশল বিনিময় করেই চাইছেন সমর্থন। ফলে ডাকসু নিয়ে যতটা উত্তেজনা ঢাবি ক্যাম্পাসে, ততটাই উত্তেজনা তৃণমূল ও প্রান্তিক পর্যায়েও।

তবে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পক্ষে সক্রিয় হয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। অভিযোগ উঠেছে, তারা শিক্ষার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে ভোট চাইছেন এবং বিভিন্ন সুবিধা-প্রলোভনের আশ্বাস দিচ্ছেন।

প্রচারণার পাশাপাশি চাপ প্রয়োগ ও হুমকি-ধামকির অভিযোগও উঠেছে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করে বলেন, আমাদের নারী প্রার্থী ফাতেমা তাসনিম জুমার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি নেতারা। তাদের বলা হয়েছে— তোমার মেয়ে কেন ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে? এসব করতে থাকলে তার সরকারি চাকরি হবে না।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নারী শিক্ষার্থীরাও একই ধরনের ফোন পাওয়ার অভিযোগ করেছেন।

অভিযোগ উঠেছে, কিছুদিন ধরে ডাকসু নির্বাচনের প্রচারণায় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচিত শিক্ষার্থীদের ফোন দিচ্ছিল। তবে আজ থেকে অপরিচিত বিএনপি ও ছাত্রদল নেতারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ঢাবি শিক্ষার্থীদেরও ফোন দিয়ে আবিদ-হামিম-মায়েদ পরিষদের জন্য ভোট চাইছেন। তাদেরকে ভোট দিতে চাপ প্রয়োগও করছেন কেউ কেউ।

ভোট চাওয়া হচ্ছে শিবিরের ভিপি প্রার্থীদের জন্যেও। একই অবস্থা অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

একাধিক নারী শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর কোথা থেকে পেল। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, খুলনার রূপসা উপজেলা ছাত্রলের সেক্রেটারি ইমতিয়াজ আলী সুজন চৈতী নামের এক শিক্ষার্থীর বাড়িতে গিয়ে ছাত্রদলের প্রার্থীদের জন্য ভোট চাইছেন। ভিডিওতে সুজনকে ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদ পরিষদের জন্য ভোট চাইতে দেখা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র মোশাররফ হোসেন, যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এলাকার স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে তার মায়ের কাছে অনুরোধ করেছেন যাতে ছাত্রদল মনোনীত আবিদুল ইসলাম খানকে তিনি ভোট দেন।

এ বিষয়ে মোশাররফ হোসেন  বলেন, বিষয়টি পজিটিভভাবে দেখছি। ডাকসু এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। শহর থেকে গ্রাম সবার নজর ডাকসু নির্বাচনের দিকে। ৫ আগস্ট পরবর্তী এটাই প্রথম উৎসবমুখর পরিবেশ নির্বাচনের।

ঢাবি শিক্ষার্থী আরমান হোসেন বলেন, চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে মাগরিবের ঠিক আগ মুহূর্তে আমাকেও কল দিয়েছিল। ৪ মিনিটের ফোনালাপে আমি বোঝানোর চেষ্টা করেছি— এভাবে কল দিলে ফলাফল হিতে বিপরীত হবে। অথচ সে উল্টো বলল— ভোট দিলে এলাকায় সুবিধা পাবেন।

ডাকসুর সামাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এবি জুবায়ের বলেন, আমাকেও ফোন দিয়েছিল, আমার জেলা বরিশাল বিএনপির সেক্রেটারি। ছাত্রদলকে ভোট দিতে বলে। আমি ধমক-টমক দিয়ে রেখে দিয়েছি।

ঢাবির ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নিয়ন মনি এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন, আজ সকালে আমার ফোনে একটা কল আসে, স্থানীয় বিএনপির একজন নেতা আমাকে কল দেন এবং ছাত্রদলকে যেন ভোট দেই এটার জন্য প্রেশারাইজ করেন এবং বলেন— আমাদের উপজেলার ঢাবির সব পোলাপানদের সঙ্গে ৯ তারিখের আগে দেখা করবেন, যেন ছাত্রদলের প্যানেলকে আমরা ভোট দেই।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী কাকে ভোট দেবে না দেবে, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা সর্বোচ্চ অনুরোধ করতে পারেন। কিন্তু ছাত্রদলের প্যানেলকেই ভোট দিতে হবে— এ সিদ্ধান্ত আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিতে পারেন না, এ এখতিয়ার কি আদৌও আপনার আছে?

ছাত্রদলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি ব্যক্তি নিয়ন মনি হিসেবে আপনাদের অবশ্যই ভোট দেব, যদি আপনারা আমার প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে পারেন। কিন্তু আপনাদের মাদার পার্টির নেতারা এভাবে প্রত্যেকটা মেয়ের ব্যক্তিগত নম্বরে কল দিয়ে এভাবে পুরা প্যানেলকে ভোট দেওয়ার জন্য বলাটা শিক্ষার্থীদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও অতীব জরুরি। আমার ভোট আমার গণতান্ত্রিক অধিকার, আমার যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দেব।

জয়পুরহাটের শিক্ষার্থী মাহফুজুল আলম অনিক বলেন, এলাকার বৃদ্ধদের তুলনায় আমাদের সমবয়সীদের আগ্রহটা তুলনামূলক বেশি। কে কোন দল থেকে ডাকসু নির্বাচনে লড়ছে, দলীয় ট্যাগযুক্ত ছাত্ররাজনীতির চর্চা কতটুকু যৌক্তিক— তা নিয়েও প্রশ্ন আছে। অনেকে ইশতেহারের ভিত্তিতে ভিপি বেছে নিতে চান। আবার কেউ কেউ পার্লামেন্ট নির্বাচনের সঙ্গে ডাকসুর তুলনা করছেন। তাদের ভাষ্যমতে, এই নির্বাচনের ফলাফলে হয়ত দেশের পরবর্তী শাসনক্ষমতার দিকনির্দেশনাও বোঝা যাবে।

পাবনার মুশফিকা বিনতে কামাল বলেন, এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি। কারণ নিজের বিশ্ববিদ্যালয়ের একটা নির্বাচন নিয়ে দেশের তৃণমূল পর্যন্ত এতটা আগ্রহ দেখে ভালো লাগছে। মনে হচ্ছে ডাকসু শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমাকে স্থানীয়ভাবে ছাত্রদল ও শিবির— দুই পক্ষ থেকেই রিচ করা হয়েছে।

কুমিল্লার মেহেদি ইকবাল মাহি বলেন, ছাত্রসংগঠনগুলো যেহেতু ঢাবি থেকে রাজনীতির প্রসার ঘটায়, তাই সব ইউনিটের আগ্রহও সীমাহীন। এক যুগ পর এটাই প্রথম সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, আর যেহেতু এটা ঢাবিতে হচ্ছে— সব রাজনৈতিক দলই মরিয়া হয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। আমাদের এলাকায়ও রাজনৈতিক দলের লোকজন বাড়ি পর্যন্ত এসে ভোট চাইছে। ডাকসুর প্রতি মানুষের আগ্রহ ঢাবির প্রতি আশা-ভরসার প্রতীক।

দিনাজপুরের মোহাম্মদ আজগর বলেন, এমন প্রক্রিয়ায় গ্রামের মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ছাত্র নির্বাচন যদি রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়, তাহলে তা বাজে আকার ধারণ করবে।

অভিযোগের বিষয়ে যা বলছে ছাত্রদল

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ডাকসুতে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, সারা বাংলাদেশের আপামর জনতা এবং বিএনপি নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী যারা আমাকে কিংবা আমার প‍্যানেলকে সমর্থন করছেন, আপনাদের কাছে অনুরোধ কোনো শিক্ষার্থীকে ফোন দিয়ে আমাদের জন‍্য ভোট চেয়ে প্লিজ তাদেরকে বিব্রত করবেন না। আমি আপনাদের আবেগ-অনুভূতি-সমর্থনের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে আপনাদের অনুৎসাহিত করছি। আমি জানি, এ দেশের আপামর জনতার দোআ-সমর্থন ও ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে। এ সময়ে আপনাদের দোয়া আমার ও আমাদের কাছে মুখ‍্য।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ অনেকক্ষেত্রে বিরোধীরা নিজেরা ফোন করে আপনাকে বিব্রত করতে পারে। তাই তদন্তপূর্বক প্রতিক্রিয়া ব‍্যক্ত করবেন এই আশা আপনাদের কাছ থেকে আপনাদের একজন প্রতিনিধি হিসেবে আমি করতে চাই।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা পোস্টকে বলেন, ছাত্রদলের পক্ষ থেকে সারাদেশে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা এটা সমর্থন করি না, বরং এর তীব্র বিরোধিতা করি। ডাকসু নির্বাচন নিয়ে সারাদেশে এক ধরনের আমেজ তৈরি হয়েছে। খুলনার ঘটনায় রূপসা ছাত্রদলের যিনি ভোট চেয়েছেন, তিনি তার ওই এলাকার পাড়া-প্রতিবেশী, তাই ব্যক্তিগতভাবে নিজ দায়িত্বে ফোন দিয়েছেন।

তিনি বলেন, ফোন দিয়ে ভয়-ভীতি দেখানোর যে অভিযোগ আনা হচ্ছে, তা অতিরঞ্জিত এবং এক ধরনের অপবাদ বলে আমরা মনে করি। কেন্দ্রীয় ছাত্রদল থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এভাবে ভোট চাওয়ার আমরা তীব্র বিরোধিতা করি। তবে ঘটনাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরা ও বোঝানো কোনোভাবেই প্রত্যাশিত নয়।

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ৫০৯ জন প্রার্থীর মধ্যে সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জন শিক্ষার্থীর। এবারের ডাকসু নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ৮টি এবং বুথ সংখ্যা ৭১০।

 

সূত্র: ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..