মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। আজ মঙ্গলবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী অজানা এই ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৮ জনের। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটার আরো জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৭৮ জনের।
করোনায় মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। টানা তিন দিন সংক্রমণে রেকর্ডের পর সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে করোনার আঘাতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৮৩ জনের।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৮৫ জনের।
তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ১৬৬ জন।
লকডাউন শিথিলের পর থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯০৪ জনের।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৩ জনের।
৩০ জুন মঙ্গলবার (বিশ্ব করোনা আপডেট)
| আক্রান্ত | মৃত্যু | সুস্থ | |
| মোট | ৫০৮০৭৮ |
ডিপিআর/ জাহিরুল মিলন