বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনী উত্তাপে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে চারুকলা অনুষদে।
প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। গণমাধ্যমে তাদের সাক্ষাৎকার, পোস্টার-ব্যানার, ব্যক্তিগত যোগাযোগ সবকিছু নিয়ে সরব ক্যাম্পাস।
ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা করছেন। জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন ফলাফল নিয়ে। হলগুলোতেও চলছে রাজনৈতিক তৎপরতা ও শেষ মুহূর্তের কৌশল নির্ধারণ। সব মিলিয়ে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী রঙে রঙিন।
কিন্তু চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থীরা যেন অন্য এক জগতে আছেন। বুধবার (১৫ অক্টোবর) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও তারা ব্যস্ত ছিলেন নিজেদের কাজে।
কেউ কাঠ আর বাড়াইল দিয়ে তৈরি করছেন নান্দনিক গাছের ভাস্কর্য, কেউ বড় পাথর কেটে গড়ছেন নতুন ভাস্কর্যকর্ম। কোনো-কোনো শিক্ষার্থীকে দেখা গেছ, ভাস্কর্যের গায়ে তুলির রঙিন ছোঁয়ায় জীবন্ত করে তুলছেন শিল্পের প্রকাশ। সব মিলিয়ে নির্বাচনের আমেজের মধ্যেও থেমে নেই তাদের সৃজনশীলতা।
নানা রকম ভাস্কর্যে সেজে উঠেছে চারুকলা অনুষদ প্রাঙ্গণ। সেখানে গ্রামবাংলার কৃষকের প্রতিকৃতি থেকে শুরু করে দৃষ্টিনন্দন নানা ভাস্কর্য স্থান পেয়েছে।
ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী কল্যাণী রানী (২০২৩-২৪) বলেন, নির্বাচন তো আগামীকাল। আজ বসে থাকলে তো হবে না। আমাদের কাজ তো আমাদেরই করতে হবে। কাল ভোট দেব, কিন্তু আজকের দিনটা কাজে লাগাতে চাই।
চারুকলার এই দৃশ্য প্রমাণ করে– ভোটের উত্তাপ ছুঁয়ে গেলেও সেদিকে পুরোপুরি গা না ভাসিয়ে সৃজনশীলতার জগতে তারা নিজেদের ব্যস্ত রাখতে পেরেছেন।
রাকসুর ২৩ পদে ২৪৭, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৮ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ১৭টি হল সংসদে ১৫টি করে মোট প্রার্থী ৫৯৭ জন। আর এই নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন।
গত প্রায় ৪ দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবার। যা নিয়ে রাবির শিক্ষার্থী ও প্রশাসন উভয়েই আশাবাদী। সর্বশেষ ১৯৯০ সালে রাকসু নির্বাচন হয়েছিল।