বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক: ভারতের বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মা আবারও আলোচনায়। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সেই পোস্টে ভার্মা লেখেন, ‘ভারতে দীপাবলি উদযাপন হয় একদিন, কিন্তু গাজায় তো প্রতিদিনই দীপাবলি।’ বলা বাহুল্য, তার এই মন্তব্যকে অনেকে গাজার যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি নিয়ে পৈশাচিক রসিকতা হিসেবে দেখছেন।
দখলদার ইসরায়েলের আগ্রাসনে গাজায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসের পর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।
কেউ মন্তব্য করেছেন, ‘উদযাপন আর ধ্বংসের পার্থক্য বোঝার ক্ষমতা তার নেই।’ আরেকজন বলেছেন, ‘আপনি অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। গণহত্যা নিয়েও রসিকতা করছেন! এত্ত নোংরা মানসিকতা।’
রামগোপাল ভার্মা আগে থেকেও নানা মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন। রাজনীতি থেকে শুরু করে সামাজিক ইস্যুতেও মন্তব্য করে সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার তার এই মন্তব্যে যেন সীমা ছাড়িয়ে ফেললেন।