সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
ওয়েব ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সন্ত্রাস-চাঁদাবাজির পক্ষে থাকবে নাকি এর বিপক্ষে থাকবে সিদ্ধান্ত নেবে যুবকরাই।
শুক্রবার (৩১ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নে যুব জামায়াতের আয়োজনে এক যুব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বচনেও তরুণ ও যুবকদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। যুবকদের রক্ত টগবগে। তারা হচ্ছেন জীবনী শক্তির আধার। তারা মৃত্যুকে পরোয়া করেনা। তাই যুবকরা সন্ত্রাস ও চাঁদাবাজির পক্ষে থাকবে নাকি এর বিপক্ষে থাকবে এটি যুবকদেরই সিদ্ধান্ত নিতে হবে।
সরকার গঠনের স্বপ্ন নিয়ে তিনি আরও বলেন, আগামী দিনে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে আপনাদের আল্লাহর রহমতে ও আপনাদের সমর্থন নিয়ে। আমরা শুধু চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন নিয়ে নয় বরং আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি। যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে যুবকদের অধিকার প্রতিষ্ঠিত হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য রাষ্ট্র উদ্যোগ নেবে এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কর্মসংস্থানের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হবে। যুবকরা পরিবারের বোঝা হবেন না, যুবকরা হবেন পরিবারের শক্তি। পরিবার ও সমাজের চালিকাশক্তি হিসেবে যুবকরাই ভূমিকা পালন করতে পারবে।
জামায়াতের এই নেতা আরও বলেন, আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের অধিকার রক্ষার জন্য আমরা ভূমিকা পালন করবো। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের ধর্মীয় বিধান নিশ্চিত হবে এবং নাগরিক ও সাংবিধানিক যে অধিকার আছে, সেই অধিকারও নিশ্চিত করা হবে। বিশেষ করে তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের সুযোগ পাবে।
যুব সমাবেশে আরও উপস্থিত ছিলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি আবু বক্কর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলীম প্রমুখ।