1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

লন্ডনভিত্তিক সংস্থা হতে থ্যাংকস্ উইং-এর “বিশ্ব মানবতাবাদী পুরস্কার” অর্জন

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৫৭৯ Time View
থ্যাংকস্ উইং এর “বিশ্ব মানবতাবাদী পুরস্কার” লাভ

নিজস্ব প্রতিবেদক: থ্যাংকস্ উইং (THANKS WING) লন্ডনভিত্তিক অলাভজনক মানবতাবাদী এবং সামাজিক সংস্থা ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’ কর্তৃক ‘বিশ্ব মানবতাবাদী পুরস্কার (Global Humanitarian Award)’ লাভ করেছে। ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’ কর্তৃক আয়োজিত ‘কভিড তারকা (STARS OF COVID)’ ইভেন্টে অংশগ্রহণের জন্য থ্যাংকস্ উইং (THANKS WING)-কে গত ২৮ জুন ২০২০ তারিখে বেলা ২টায় (লন্ডন সময়) এই পুরস্কার প্রদান করা হয়। মহতী স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে সর্বদা মানবতার সেবায় নিয়োজিত থ্যাংকস্ উইং (THANKS WING)-এর জন্য আন্তর্জাতিক স্বীকৃতিস্বরুপ এই পুরস্কার এক বিরাট সম্মান।

‘কভিড তারকা (STARS OF COVID)’ ইভেন্ট ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’-এর একটি অংশ যা ০১ মে ২০২০ তারিখে শুরু হয়। ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’-এর প্রতিষ্ঠাতা জনাব ড. আবদুল বাসিত সৈয়দ প্রাথমিকভাবে “সম্মানিতদের সম্মানিতকরণ (Honouring the Honourable)”-এর ঘোষণা দেন। তাঁর এই পদক্ষেপ বিশ্বজুড়ে জনপ্রিয় ব্যাক্তিত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্য্ন্ত লাখ লাখ মানুষকে সমাজ ও বিশ্বের কল্যাণের জন্য অবদান রাখতে অনুপ্রেরণা যুগিয়েছে। ‘কভিড তারকা (STARS OF COVID)’ ইভেন্টে বিশ্বের ৭টি মহাদেশ হতে ৩৫টি দেশের ১৬০০-রও অধিককে মনোনয়ন প্রদান করা হয়; ৫৫০ জনেরও অধিক প্রতিযোগীর মধ্য হতে ১০০ জনকে সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। ১২টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হয়। ক্ষেত্রগুলো হলো রাজনীতিবিদ, সাংবাদিক ও মাধ্যম, সরকারি কর্মকর্তা ও প্রশাসনিক সেবা, উদ্ভাবন ও প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্র, ট্রাস্ট/দাতব্য সংস্থা, সমাজকর্মী/স্বেচ্ছাসেবী, উদ্যোক্তা/ব্যবসায়/কর্পোরেট, জননন্দিত ব্যক্তিত্ব/বিনোদনকারী, শিক্ষা ও গবেষণা, সমাজকল্যাণ সংস্থা ও পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ।

সম্পূর্ণ ইভেন্টটিই আয়োজিত হয় ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’ কর্তৃক। থ্যাংকস্ উইং (THANKS WING)-এর স্বেচ্ছাসেবী অঙ্গসংগঠন ‘গ্রিন-লাভারস’ ফোরাম (Green-Lovers’ Forum)’-এর প্রকৃতি ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডের জন্য থ্যাংকস্ উইং (THANKS WING) ‘পরিবেশ সংরক্ষণে চমৎকারিত্ব (Excellence in Nature Preservation)’ ক্ষেত্রে এই পুরস্কার লাভ করেছে এবং ‘ইকো অভিভাবক (ECO GUARDIANS)’ খেতাবে ভূষিত হয়েছে। ‘গ্রিন-লাভারস’ ফোরাম (Green-Lovers’ Forum) এবং থ্যাংকস্ উইং (THANKS WING)-এর সংশ্লিষ্ট সকল সদস্য ও স্বেচ্ছাসেবী ‘কভিড তারকা (STARS OF COVID)’ খেতাবে ভুষিত হয়েছে।

মানবতার সর্বোচ্চ কল্যাণ সাধনায় নিয়োজিত এসকল তারকাগণকে সম্মানিত করতে পেরে ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive’ গর্বিত। এই ইভেন্টের প্রধান উদ্দেশ্য ছিল সেসকল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা ও সম্মান জানানো যারা কভিড-১৯ সংকটকালীন সময়ে মানবতার উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। যখন গোটা বিশ্বই থমকে গিয়েছে এবং সামনে এগিয়ে যেতে আতঙ্কিত, তখন এই তারকাগণ করোনার সাথে সংগ্রামরত বিশ্ববাসীর দিকে তাদের সাহায্যোর হাত বাড়িয়ে দিয়েছে। ‘কভিড তারকা (STARS OF COVID)’-এর মনোনয়ন প্রক্রিয়া শুরু হয় ২৭ এপ্রিল ২০২০ তারিখে। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই বৈশ্বিক স্বীকৃতিস্বরূপ ৭টি মহাদেশ হতে ১৬০০-রও অধিক মনোনয়ন দেওয়া হয়।

২৮ জুন ২০২০ তারিখে বেলা ২টায় (লন্ডন সময়) অনলাইনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান চমকস্বরূপ ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ড. আবদুল বাসিত সৈয়দ-এর সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ঘটেছিল কসোভোর প্রাক্তন রাষ্ট্রপতি জনাব এইচ.ই. ফাতমির সেজদিও, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব এইচ.ই. মাধব কুমার নেপাল এবং আন্দালুশিয়া-স্পেন-এর জাতীয় অধিবেশনের সভাপতি সম্মানিত পেড্রো আই. আলতামিরানো প্রমুখের। ইউ.পি.এফ. (যুক্তরাজ্য)-এর সাধারণ সম্পাদক জনাব রবিন মার্শ উপস্থিত হয়ে অধিবেশনটি আরও অলঙ্কৃত করেছিলেন।

‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’ গর্বের সাথে ৩৫ টি দেশের ১০০ জন মহৎ ব্যক্তিত্ব, সংস্থা ও গোষ্ঠীকে সম্মানজনক ‘বিশ্ব মানবতাবাদী পুরস্কার (Global Humanitarian Award)’ প্রদান করেছে এবং একই সাথে ‘বিশ্ব মানবতাবাদী ড্রাইভ (World Humanitarian Drive)’-এর প্রতিষ্ঠাতা জনাব ড. আবদুল বাসিত সৈয়দ কর্তৃক রচিত ‘১০০ কভিড তারকা (Stars of Covid 100)’ বই প্রদর্শন করা হয় এবং ‘সুখের পুনঃপ্রকৌশল (Re-engineering Happiness) বইয়ের যাত্রা শুরু হয়। প্রধান অতিথি কসোভোর প্রাক্তন রাষ্ট্রপতি জনাব এইচ.ই. ফাতমির সেজদিও এবং নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব এইচ.ই. মাধব কুমার নেপাল বই দুটির মোড়ক উন্মোচন করেন এবং অনলাইন সংস্করণের সর্বপ্রথম কপি গ্রহণ করেন।

থ্যাংকস্ উইং (THANKS WING)-এর সকল সদস্য এবং স্বেচ্ছাসেবী এই সম্মানজনক পুরস্কার লাভ করে আনন্দিত ও গর্বিত। থ্যাংকস্ উইং (THANKS WING)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হাসনাত মোহাম্মদ রুম্মান তাঁব অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, “একজন নেতা কখনো একা জয়লাভ করতে পারেন না, কিন্তু তাঁর সৈনিকদের নিয়েই জয়লাভ করেন।” একথা বলে তিনি নির্দেশ দেন যে এই পুরস্কার একটি সম্মিলিত অর্জন। অন্যদিকে থ্যাংকস্ উইং (THANKS WING)-এর সম্পাদক ও নির্বাহী (যোগাযোগ ও পত্র-বিনিময়) জনাব মোহাম্মদ রাকিবুল আমিন বলেন, “সৎকর্মের অবশ্যই পুরস্কার রয়েছে। ভালো কাজ কখনও বৃথা যায় না। এই পুরস্কার শুধুমাত্র থ্যাংকস্ উইং (THANKS WING)-এর জন্য নয়, এই পুরস্কার দেশ (বাংলাদেশ) এবং জাতির (বাংলাদেশী) জন্যও।”

উল্লেখ্য যে, থ্যাংকস্ উইং (THANKS WING) তার মানবতাবাদী, সামাজিক, পরিবেশ-বান্ধব এবং স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের জন্য পূর্বেও বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। থ্যাংকস্ উইং (THANKS WING) আরও সেবার মাধ্যমে আরও অগ্রসর হতে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..