বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ সকাল ১১ টায় নিয়মিত ভিডিও ব্রিফিংয়ে জানান যে, বগুড়ায় নতুন করে আরও ৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পূর্বের ২৯৭৯ জনের সাথে ৭৩ জন যুক্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫২ জনে দাড়ালো।
ডা. তুহিন জানান যে, বগুড়ার সরকারি ও বেসরকারী পি সি আর ল্যাব থেকে আজ ১জুলাই মোট ৪৬৩ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শজিমেক এর ১৭৩ টি নমুনার মধ্যে ১৭ জনের এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের ১২৬ টি নমুনার মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও ঢাকা থেকে আসা ১৬৪ টি নমুনার মধ্যে ২২ জনের পজিটিভ এসেছে।
বগুড়ায় নতুন করে ৭৩ জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৪৫জন, নারী- ২৫জন, শিশু-৩জন।
উপজেলাভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় – সদর ৩৯, দুপচাঁচিয়া ১৪, সারিয়াকান্দি ৫, শিবগঞ্জ ৩, কাহালু ৩, ধুনট ৩, শেরপুর ২, শাজাহানপুর একজন, গাবতলী একজন, আদমদীঘি একজন এবং সোনাতলায় একজন করে পজিটিভ এসেছে।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৩০৫২ জন,
মোট সুস্থ- ৮০২ (নতুন১৩৩ ) জন,
মোট মৃত্যু- ৫৩ (নতুন ১) জন,
এখন আছে- ২১৯৭ জন রোগী।