প্রত্যয় স্পোর্টস ডেস্ক: সাবেক আর বর্তমান চ্যাম্পিয়নের লড়াইয়ে পাত্তাই পেল না লিভারপুল। প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার মাঠে নামে তারা। প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। এই ম্যাচের আগে লিভারপুলকে হারিয়ে নিজেদের সেরা প্রমাণ করতে চেয়েছিল ম্যানসিটি। তারা করলও সেটা। লিভারপুল চ্যাম্পিয়ন হলেও ম্যানসিটি যে সেরা সেটা তারা প্রমাণ করল চ্যাম্পিয়নদের হারিয়ে।
অবশ্য এই হারে তাদের কিছু আসে-যায় না। কারণ, যা হবার তাই হয়ে গেছে। আগের ম্যাচে চেলসির কাছে ম্যানসিটি হেরে শিরোপা জয়ের দৌড়ে থেকে ছিটকে গেছে। পাশাপাশি ৩০ বছর পর লিভারপুলের শিরোপা জয়ও নিশ্চিত করে দিয়েছে। বৃহস্পতিবার প্রথমার্ধেই তিনটি গোল হজম করে সালাহ-ফিরমিনোরা। বিরতির পর হজম করে আরো একটি। সেটা অবশ্য আত্মঘাতী থেকে আসে। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৩৫ মিনিটে রাহিম স্টার্লিং গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ফিল ফোডেন গোল করে সিটিকে এগিয়ে নেন ৩-০ ব্যবধানে।
বিরতির পর ফিরে এসে লিভারপুলের আলেক্স ওক্সালেড চেম্বারলিন নিজেদের জালে নিজেই বল জড়িয়ে ব্যবধান করেন ৪-০। এরপর অবশ্য আর কোনো গোল হজম করেনি চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান একপ্রকার মজবুত করেছে সিটি।৩২ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি। ১৯৩৭ সালের পর ইংল্যান্ডের শীর্ষ লিগে লিভারপুলের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন জয় পাওয়া দলটি ৬৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।