না ফেরার দেশে চলেন গেলেন সিলেটের সেই চিকিৎস! করোনা ভাইরাসে আক্রান্ত সিলেটের সেই চিকিৎসক ডা: মইন উদ্দিন আর নেই।
আজ ১৫ এপ্রিল ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।-ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিশুরোগ বিশেষজ্ঞ ও ডা. মইন উদ্দিনের বন্ধু ডা. নুর উদ্দিন তালুকদার।
উল্লেখ্য,ঐ চিকিৎসকের করোনা উপসর্গ ধরা পড়ে প্রায় ১৩ দিন আগে। এরপর তিনি নিজেই উদ্যোগী হয়ে সিলেটে নমুনা টেস্ট প্রদান করেন। ৫ এপ্রিল রিপোর্ট আসে পজেটিভ। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। এরপর আক্রান্তের ৩য় দিন ৭ এপ্রিল তিনি নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন।