1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বার্সার কোচ হচ্ছেন জাভি

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৫৫ Time View

দৈনিক প্রত্যয় ডেস্কঃ বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি হার্নান্দেজ। চলতি মৌসুম শেষে কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হবেন, ক্লাবের সাবেক এই ফুটবলার। বাৎসরিক প্রায় সাড়ে ৫ মিলিয়ন পাউন্ড চুক্তিতে কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন জাভি। বর্তমান কোচ সেতিয়েনের সঙ্গে ফুটবলারদের সম্পর্কের অবনতি হওয়ায়, অনেকটা তড়িঘড়ি করেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে চাইছে বার্সা কর্তৃপক্ষ।

আরো পড়তে ক্লিকঃ এবার বার্সা ছাড়ছেন মেসি!

বেশিদিন আগের কথা নয়। জাভি হার্নান্দেজ বলেছিলেন, বার্সেলোনার দায়িত্ব নেয়াটা তার স্বপ্ন হলেও, এখনো প্রস্তুত নন তিনি। আরো কিছুটা সময় চান। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্ব পালন করছেন। তবে, অন্তরে ক্লাব বার্সা। ঘুমের ঘোরে কিংবা অলস দুপুরে কল্পনার রং ঠিক যেনো কাতালানদের লাল-নীল জার্সিটার মতো। যেখানে ১৭ বসন্ত কাটিয়েছেন, সে ক্লাবকে নিয়ে অনুভূতি গাঢ়। চোখ বুজলেই যেনো দোহা থেকে ক্যাম্প ন্যু’তে পাড়ি জমানো যায়।

বার্সেলোনারও জাভিকে বড্ড প্রয়োজন। অপেক্ষা আর কিছুদিন। মৌসুমটা পেরোলেই পুরনো ঠিকানায় ফিরবেন জাভি। চুক্তি বাৎসরিক ৫ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডের। গণমাধ্যমের দাবি, বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমিউয়ের সঙ্গে কথা পাকাপাকি হয়েছে তার। বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। করোনা পরিস্থিতির আগে দখলে থাকা লা লিগার চেয়ারটা হারিয়েছে কাতালানরা। শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তারওপর লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ও আর্থিক সংকট সহ সার্বিকভাবে বেশ চাপে আছেন বার্তোমিউ।

বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে মেসি-সুয়ারেজদের সম্পর্কের অবনতির বিষয়টি পরিষ্কার। লিগ টেবিলে শীর্ষস্থান হারানোর পেছনে কোচের কৌশলকে দুষছেন অনেকেই। আছে মেসি-গ্রিজম্যান দ্বন্দ্বের খবরও। ড্রেসিংরুমের চাপা উত্তেজনা গোপন থাকেনি। এতেই বেজেছে ৬১ বছর বয়সী কোচের বিদায়ের ঘন্টা। দুই বাহু প্রসারিত করে জাভিকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো স্কোয়াড। অভিমান ভুলে হয়তো চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়ে যাবেন মেসিও। সাবেক সতীর্থ, বন্ধু, মেন্টরের অনুরোধই বা ফেলবেন কি করে! একসঙ্গে জয় করেছেন কতো শত মঞ্চ। এলএমটেনের সাফল্যের পেছনে বড় অবদান আছে জাভিরও। সবুজ গালিচায় আবারও দুই খুনে ফুটবল মস্তিষ্কের যুগলবন্দি দেখার অপেক্ষায় থাকবেন দর্শক-সমর্থকরাও।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..