বগুড়ার সংবাদদাতাঃ আজ রোববার ৫ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ৩৭টি আউটডোরের ডাক্তারদের প্রয়োজনীয় পিপিই প্রদান করেন জেলা আওয়ামিলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।
বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে গঠিত “সেবা” কার্যক্রমের মাধ্যমে প্রয়োজনীয় পিপিই প্রদান করা হয়। করোনাকালীন সময়ে সাধারণ রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন আউটডোরের চিকিৎসক বৃন্দ। যার ফলে আউটডোরের চিকিৎসকদের করোনা সংক্রমণের ঝুঁকির কথা বিবেচনা করে তাদের সাস্থ ঝুঁকি কমানোর জন্যে এসব পিপিই প্রদান করেন বলে জানানো হয়।
মঞ্জুরুল আলম মোহন বলেন- “করোনা সংকটে অনেক ধরনের কাজ চলছে তবে সুসংগঠিত কাজ সময়ের দাবী”। সেই লক্ষ্যে “সেবা” নামে সংকটাপন্ন মানুষের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও বলেন যে, “সেবা” কার্যক্রমের নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আগামীতে সেগুলো দেখতে পারবো। পাশাপাশি তিনি অন্যদেরকেও তার সাথে অংশগ্রহণের আহবান জানান।
শজিমেক এর পক্ষে এসব পিপিই গ্রহণ করেন অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, উপাধ্যক্ষ ডাঃ সুশান্ত কুমার সরকার এবং আউটডোরের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাঃ ভুবন মোহন দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন, সেবা কার্যক্রমের সংগঠক মাসুদার রহমান মাসুদ, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, যুবলীগ নেতা রবিউল ইসলাম লিটন, সংগ্রাম চন্দ্র দাস, আসাদুজ্জামান সফল, প্রভাষক আব্দুল হাই, আদম শেখ, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, জাকিউল আলম জনি, নাফিস শুভ, মাহফুজার, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গালিব, সংগঠক এটিএম রাশেদুল ইসলাম রাশেদসহ প্রমুখ।