শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার সিভিল সার্জন অফিসের ফোকাল পার্সন ডা. ফারজানুল গত ২৪ ঘন্টায় ০৪ জুলাই এর বগুড়া জেলার করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (০৫ জুলাই) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. তুহিন বলেন গত ২৪ ঘন্টায় বগুড়ার ৩৮২ নমুনার ফলাফলে ৬৮ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ২৬ জন পজিটিভ, টিএমএসএস এর ১৯২ পরীক্ষার ফলাফলে ৪২ জনের ফলাফল পজিটিভ এসেছে।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ৪৭ জন, শাজাহানপুর ৬ জন, শেরপুরে ১২ জন, শিবগঞ্জ এ ২ , কাহালুতে ১ জন।
মোট আক্রান্ত- ৩৩৭৫
মোট সুস্থ- ১০২৩ (৮৬ জন নতুন)
মোট মৃত্যু- ৬২ ( নতুন ১ জন)
এ পর্যন্ত নমুনা সংগ্রহ ২০৩২২ টি
ফলাফল প্রাপ্ত ১৮০৯৫ টি।