বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ার শিবগঞ্জে কালোবাজারে বিক্রির জন্য মজুদকৃত ২২৫০ কেজি খাদ্য বান্ধবের চাল দরিদ্র জনগনের মাঝে সূষ্ঠু ভাবে বিতরণ করতে এবার পুলিশ বাহিনীকে আদেশ দিলেন বিজ্ঞ আদালত।
আদেশ পেয়ে সোমবার (৬ই জুলাই) দূ:স্থদের মাঝে চাল বিতরণের উদ্বোধণ করা হয়েছে। উদ্বোধণী অনুষ্ঠানে যোগ দিয়ে জেলার পুুুুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বলেন, বগুড়া জেলা পুলিশ বরাবরই অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আদালতের এমন নির্দেশ প্রশংসার দাবি রাখে। আদালতের নির্দেশে ২২৫০ কেজি চাল আমরা দূ:স্থ অসহায় ও কর্মহীনদের মাঝে বিতরণ শুরু করলাম। চাল গুলো পর্যায় ক্রমে দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।
শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান যে, জব্দকৃত চাল বিজ্ঞ আদালত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেলর উপস্থিতিতে বিতরণের নির্দেশনা দেন। সে মোতাবেক আজ ২২৫ জন সুবিধাভোগীদের মাঝে এই চাল বিতরণ করা হয়। চালের সাথে উপজেলা প্রশাসন থেকে একটি করে মিস্টি লাউ দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, বগুড়া।।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) কুদরত-ই-খুদা (শুভ) বলেন, গত ২২শে মে তারিখে শিবগঞ্জের সদড় ইউনিয়নের ঝুড়িমাঝ পাড়া এলাকা থেকে ১টি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে কালো বাজারে বিক্রির জন্য ৫০ কেজি ওজনের ৪২ বস্তা ২১০০কেজি এবং একই ইউনিয়নে গুজিয়া বাজার হতে ৭ বস্তা ২৩০ কেজি মজুদকৃত সর্বমোট ২৩৩০ কেজি চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো গুলো গরীব ও দুস্থদের মাঝে বিতরণের আদেশ চেয়ে আবেদন করলে শিবগঞ্জ থানা আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা মাহমুদ ৮০ কেজি চাল নমুনা হিসেবে রেখে দুস্থ ও কর্মহীনদের মাঝে ২২৫০ কেজি চাল বিতরণের নির্দেশ দেন।
তিনি আরও জানান, বর্তমানে করোনা সংকট মোকাবেলায় সব সময় সাধারণ মানুষের পাশে আছে পুলিশ। আমরা ব্যক্তিগত উদ্যেগেও হোম কোয়রেন্টাইন পালনকারী ও কর্মহীন মানুষদের সহায়তা করে আসছি। এরই মধ্য আদালতের এমন নির্দেশনা পুলিশ বাহিনীকে মানুষের পাশে দাঁড়াতে আরও সাহায্য করবে বলে আমি মনে করি।
পুলিশকে ত্রাণ বিতরণের সুযোগ দেয়ায় আদালতের আস্থা অর্জণের কথা জানিয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান জানান, আমরা জনগনের জান মাল রক্ষার্থে সব সময় সচেষ্ট আছি। মহামান্য আদালতের নির্দেশে ২২৫০ কেজি চাল জন প্রতি ১০ কেজি করে ২২৫ জন দুস্থের মাঝে বিতরণ করছি। সাথে আরও ১টি করে মিষ্টি কুমড়া বিতরণ করা হচ্ছে। এসময় শিবগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ ছানোয়ার হোসেন, ওসি ( অপারেশন) হরিদাস মন্ডলসহ অন্যসকল অফিসারগন উপস্থিত ছিলেন।