রাঙ্গামাটি প্রতিনিধি:চলতি মাসে রাঙ্গামাটি স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে। বহু প্রত্যাশিত পিসিআর ল্যাব স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। স্থাস্থ্য অধিদপ্তর পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদনের পর মেশিন অর্ডার দেয়া হয়েছে । রাঙ্গামাটি অস্থায়ী মেডিকেল কলেজের নীচতলার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জেলা স্থাস্থ্য বিভাগ। অবকাঠামো স্থাপনের উন্নয়ন কাজ । বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা.বিপাশ খীসা ।
তিনি আরো বলেন,যত সম্ভব স্বল্প সময়ের মধ্যে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শেষ করতে পারি। সকলের সহযোগিতা করায় আমরা দ্রুতই সবগুলো কাজ করতে পারছি। ইতিমধ্যে পিসিআর মেশিন অর্ডার হয়ে গেছে। রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের স্থাস্থ্য অধিদপ্তর অনুমতি পাওয়াগেছে । এখন অবকাঠামোগত কাজ শেষ হলে পিসিআর মেসিন চলে আসবে। কোভিড-১৯ করোনার আক্রান্তের নমুনা পরীক্ষা সহসাত শুরু করতে পারবো আশাকরি।
উল্লেখ্য- রাঙ্গামাটি পিসিআর ল্যাব স্থাপনের আর্থিক সহায়তা প্রদান করেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ । রাঙ্গামাটির করোনা মোকাবেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব পবন চৌধুরী ৬৯ লক্ষ টাকা সংগ্রহ করে সিভিল সার্জন বিপাশ খীসার নিকট হস্তান্তর করেন।